২০২০ সালে সবার আগে স্বাধীনতা
প্রেস বিবৃতি
পররাষ্ট্রমন্ত্রী মাইকেল আর পম্পেও
জানুয়ারি ১১, ২০২০
প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারি মাসকে জাতীয় দাসত্ব ও মানবপাচার প্রতিরোধ মাস হিসেবে ঘোষণা করেছেন। বৈশ্বিক হিসাব বলছে, প্রাপ্তবয়স্ক এবং শিশু মিলিয়ে প্রায় ২ কোটি ৪৯ লাখ মানুষ মানবপাচারের শিকার। পাচারকারীরা তাদের শিকার হওয়া ব্যক্তিদের জীবন, স্বাধীনতা এবং সুখের অন্বেষণের মতো অবিচ্ছেদ্য অধিকারগুলো ভোগ থেকে বঞ্চিত করে – যা আমাদের দেশের প্রতিষ্ঠাকালীন নীতিগুলির ওপর এক বিরাট আঘাত।
এ বছর যুক্তরাষ্ট্রে পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইন ২০০০ পাস এবং বিশেষ করে নারী ও শিশুসহ মানবপাচার প্রতিরোধ, দমন ও অপরাধীদের শাস্তিদান বিষয়ক জাতিসংঘের ‘পালের্মো প্রোটোকল’ গৃহীত হওয়ার ২০তম বার্ষিকী। এই দুটি শক্তিশালী হাতিয়ার বিশ্বব্যাপী পাচারবিরোধী আন্দোলনের জন্ম দিয়েছে। আজও এগুলো মানবপাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বের সব সরকারের জরুরি মনোযোগ দাবি করে।
এ দুটি বার্ষিকীর স্মরণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২০ সালকে ‘সবার আগে স্বাধীনতা’ বর্ষ হিসেবে ঘোষণা করেছে। মানবিক মর্যাদা, স্বায়ত্তশাসন এবং মুক্তি যে আমাদের অধিকার এবং স্বাধীনতা উপভোগের জন্য অত্যাবশ্যকীয় এটি তারই স্বীকৃতি। পাচারের শিকার লাখো মানুষকে মুক্তি দেওয়ার যে প্রতিশ্রুতি এখনো অপূর্ণ রয়ে গেছে, সে ব্যাপারে ভূমিকা রাখা আমাদের সবার জন্য প্রথম অগ্রাধিকার হতে হবে।
অন্যদের শোষণ করে মুনাফা কামানো ব্যক্তিদের বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের চিহ্নিত করে তাদের মানসিক আঘাত বিষয়ক সহায়তা দেওয়া নিশ্চিত করা এবং পাচারকারীদের আদৌ এই অপরাধ করার সুযোগ থেকেই বিরত রাখার অঙ্গীকারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গত দুই দশক ধরে অবিচল রয়েছে। বছরব্যাপী দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনৈতিক উদ্যোগ, লক্ষ্যভিত্তিক বৈদেশিক সহায়তা, কেন্দ্রীয় সরকারের পাচারবিরোধী প্রচেষ্টার সমন্বয়ে সহায়তা এবং নাগরিক সমাজ, বেসরকারি মহল এবং পাচারের শিকার ব্যক্তিদের সঙ্গে অর্থবহ যৌথ উদ্যোগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মানবপাচার অবসানে আমাদের বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ, জাতীয় মানবপাচার বিষয়ক সচেতনতা দিবসে আমি আপনাদের এই গুরুতর অপরাধের শিকার সকলের জন্য স্বাধীনতার প্রতিশ্রুতি দৃঢ়তার সঙ্গে অনুসরণ করার জন্য প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান জানাচ্ছি। আরও আহ্বান জানাচ্ছি ২০২০ সালে শোষণ প্রতিরোধ, পাচারকারীদের বিচার এবং মানবপাচার থেকে রক্ষা পাওয়া মানুষদের সুরক্ষার জন্য আমাদের জোরদার প্রচেষ্টার অংশীদার হতে।