আমেরিকান নাগরিকদের জরুরি সেবাসমুহ অব্যাহত থাকবে। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল, ২০২০ যুক্তরাষ্ট্রের দূতাবাস স্বাভাবিক কার্যকালে খোলা থাকবে।
ঢাকা, ২৫শে মার্চ ২০২০ –বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২০ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এবং কনস্যুলার সেকশন বন্ধ থাকবে।
আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে। কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে অনুগ্রহ করে (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করুন।
আমেরিকান নাগরিক সেবা সাক্ষাৎকার ও জরুরি সেবাসমুহের জন্যে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র দূতাবাস স্বাভাবিক কার্যকাল অনুসরণ করবে। সরকারি ছুটির কারণে গণপরিবহন সীমিত থাকবে এবং যেসকল আমেরিকান নাগরিকের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাঁদের দূতাবাসে পৌঁছানো কষ্টকর হতে পারে। অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন করতে হলে কনস্যুলার সেকশনে যোগাযোগ করুন (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে।
কোভিড-১৯ এর বিশ্বব্যাপি প্রভাবের কারণে ডিপার্টমেন্ট অফ স্টেট ১৯ মার্চ যুক্তরাষ্ট্রের নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণ পরিহার করার পরামর্শ দেয় এবং যেসব দেশে বাণিজ্যিক বহির্গমন সুযোগ এখনও পাওয়া যাচ্ছে, সেখান থেকে অবিলম্বে যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা, যদি না তারা অনির্দিষ্টকালের জন্য বিদেশে থেকে যেতে প্রস্তুত থাকেন। যেসব আমেরিকান নাগরিক ও তাঁদের পরিবারের সদস্য বাংলাদেশ ত্যাগ করার উদ্যোগ নিয়েছেন কিন্তু একটি বাণিজ্যিক ফ্লাইট পাচ্ছেন না, সর্বশেষ নির্দেশনার জন্যে তাঁরা অনুগ্রহ করে এই লিংক ভিজিট করুন: https://bd.usembassy.gov/health-alert-032320/। নিয়মিত হালনাগাদ তথ্যের জন্যে আমাদের মূল ওয়েবসাইট (https://bd.usembassy.gov/) ভ্রমণ করুন এবং ফেসবুকে (https://www.facebook.com/bangladesh.usembassy/) ও টুইটারে (@usembassydhaka) আমাদের অনুসরণ করুন।
সতর্কতাবার্তা পাওয়ার জন্য আমেরিকান নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম-এ (এসটিইপি https://step.state.gov/step) যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত আমেরিকান নাগরিকেরা দূতাবাসে যোগাযোগ করতে পারেন (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে অথবা নিচের নম্বরগুলোয় ফোন করতে পারেন: ১ (৮৮৮) ৪০৭-৪৭৪৭(যুক্তরাষ্ট্র এবং কানাডায় বিনামূল্যে) বা ১ (২০২) ৫০১-৪৪৪৪ অন্যান্য দেশ বা এখতিয়ার থেকে।
কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্যের জন্য অনুগ্রহ করে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ওয়েবসাইট দেখুন: https://www.cdc.gov/coronavirus/2019-ncov/index.html। কোভিড-১৯ সংক্রান্ত হালনাগাদ ভ্রমণ তথ্য দূতাবাসের ওয়েবসাইটেও পাওয়া যাবে: https://bd.usembassy.gov/covid-19-information/।
কোভিড-১৯ সংক্রমণের কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশনইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার ১১ এপ্রিল, ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।