পল/ইকন অনুদান সুবিধা
আবেদন বন্ধ।
ইএমকে সেন্টার প্রদত্ত অনুদানের সুযোগগুলি

বাংলাদেশে প্রতিবছর দি এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস (ইএমকে সেন্টার) কর্তৃক স্বেচ্ছাশ্রম, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, সমাজ উন্নয়ন, যুবকদের সম্পৃক্তকরণ এবং চারুকলা ও উদ্যোক্তা সংশ্লিষ্ট প্রকল্পসমূহে কাজ করা ব্যক্তি বা গোষ্ঠীকে ১০০০০০ থেকে ৮০০০০০ টাকা পর্যন্ত ছোট ছোট অনুদান দেয়া হয়। আমাদের এ পর্যন্ত দেওয়া ছোট ছোট অনুদানগুলো এখানে দেখে নিন। পরের বছরের অনুদানের বিষয় জানতে সঙ্গে থাকুন।
দূতাবাসে ক্রয়ের সুযোগ
আবেদন বন্ধ।
ইউএসএআইডির ক্রয়ের সুযোগ
আবেদন বন্ধ।