- রাষ্ট্রদূত পিটার হাস
- ডেপুটি চিফ অফ মিশন হেলেন লা-ফেইভ
- গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ
- বিভাগ ও কার্যালয়সমূহ
বাংলাদেশে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লা-ফেইভ সেপ্টেম্বর ২০২১-এ তাঁর দায়িত্ব পালন শুরু করেন।
তাঁর পূর্ববর্তী দায়িত্বগুলোর মধ্যে রয়েছে: ভারপ্রাপ্ত নির্বাহী সহকারী/চিফ অফ স্টাফ টু দি আন্ডারসেক্রেটারি ফর পাবলিক ডিপ্লোম্যাসি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স; মিশরে কায়রোস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ফর পাবলিক অ্যাফেয়ার্স: লিবিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন; ভারতে কলকাতাস্থ কনসুল জেনারেল; নেয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোর আরব উপদ্বীপ বিষয়ক ডেপুটি ডিরেক্টর; সিনেটর বারবারা বক্সার’র (ডি-সিএ) কার্যালয়ে পিয়ারসন লেজিস্লেটিভ ফেলো; ইরাকে বাগদাদস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা; বাহরাইনে মানামাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা; এবং ভারতের চেন্নাই (মাদ্রাজ)’র যুক্তরাষ্ট্র কনস্যুলেট জেনারেল-এ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার; এবং অ্যাঙ্গোলায় লুয়ান্ডাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভাইস কনসুল এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিক অ্যাফেয়ার্স অফিসার।
মিস লা-ফেইভ ম্যাসাচুসেটস’র স্মিথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি এবং ভার্জিনিয়ার কলেজ অফ উইলিয়াম অ্যান্ড ম্যারি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। দু’টি ডিগ্রিই ছিলো আমেরিকান স্টাডিজ বিষয়ে। ২০১১ সালে তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি’র অন্তর্ভুক্ত ন্যাশনাল ওয়ার কলেজ থেকে জাতীয় নিরাপত্তা কৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালে তিনি পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ পদে পদোন্নতি লাভ করেন এবং মিনিস্টার কাউন্সিলর পদে আসীন হন।
মিস লা-ফেইভ নিউ হ্যাম্পশায়ার’র বাসিন্দা এবং তিনি ১৯৯৮ সালে পররাষ্ট্র দপ্তরে যোগ দেন।