যুক্তরাষ্ট্র দূতাবাসের বায়ুমান মনিটর বাতাসে ভাসমান সূক্ষ্ম বস্তুকণার মাত্রা পরিমাপ করে। একে সাধারণভাবে বলা হয় পিএম ২.৫। কারণ, ঢাকায় দূতাবাস প্রাঙ্গনের বস্তুকণাগুলোর ব্যাস ২ দশমিক ৫ মাইক্রন বা তার চেয়েও ছোট। তবে একটিমাত্র মনিটরিং কেন্দ্রের উপাত্ত একটি গোটা নগরের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। সে কারণে যুক্তরাষ্ট্র দূতাবাসে সংগৃহীত বায়ুমানের তথ্য একই শহরে স্থাপিত অন্যান্য মনিটর থেকে আলাদা হতে পারে।
বায়ুমান সূচক স্বাস্থ্যগত উদ্বেগের মাত্রা | গাণিতিক মান | অর্থ |
---|---|---|
ভালো | ০ থেকে ৫০ | বাতাসের মান সন্তোষজনক বলে বিবেচিত। বায়ুদূষণের ঝুঁকি নেই বা থাকলেও সামান্য। |
মাঝামাঝি | ৫১ থেকে ১০০ | বাতাসের মান গ্রহণযোগ্য। তবে কিছু দূষণকারী পদার্থ থাকার জন্য বায়ুদূষণের প্রতি অস্বাভাবিকভাবে স্পর্শকাতর খুব কমসংখ্যক মানুষের জন্য এটি মাঝারি ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। |
স্পর্শকাতর শ্রেণির মানুষের জন্য অস্বাস্থ্যকর | ১০১ থেকে ১৫০ | বায়ুদূষণের প্রতি স্পর্শকাতর জনগোষ্ঠীর সদস্যদের স্বাস্থ্যের ওপর কিছু প্রভাব পড়তে পারে। সাধারণ জনগণের ওপর তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। |
অস্বাস্থ্যকর | ১৫১ থেকে ২০০ | সবার স্বাস্থ্যের ওপর প্রভাব পড়া শুরু হতে পারে। স্পর্শকাতর জনগোষ্ঠীর সদস্যদের স্বাস্থ্যের ওপর বেশি গুরুতর প্রভাব পড়তে পারে। |
খুবই অস্বাস্থ্যকর | ২০১ থেকে ৩০০ | জরুরি অবস্থার স্বাস্থ্য সতর্কতা দিতে হবে। পুরো জনগোষ্ঠীর আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি |
বিপজ্জনক | ৩০১ থেকে ৫০০ | স্বাস্থ্য সতর্কতা। প্রত্যেকের আরও গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে। |