ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ৬ নভেম্বর ২০২০ শুক্রবারে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র মুখপাত্রের এই বিবৃতিটি প্রচার করছে।
যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অফ স্টেট
মুখপাত্রের দফতর
অবিলম্বে প্রচারের জন্য
মিডিয়া নোট
৬ নভেম্বর, ২০২০
বন্যপ্রাণী পাচার নিশ্চিহ্নকরন, দমন ও উৎপাটন (ইএনডি) আইন ২০১৬ (ইএনডি ওয়াইল্ডলাইফ ট্রাফিকিং অ্যাক্ট)-এর বিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এ বিষয়ে তাদের চতুর্থ বার্ষিক প্রতিবেদন কংগ্রেসের কাছে জমা দিয়েছে। বন্যপ্রাণী পাচার একটি গুরুতর আন্তঃদেশীয় অপরাধ, যা নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি, আইনের শাসন, দীর্ঘমেয়াদী সংরক্ষণ প্রচেষ্টা এবং মানব স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে। ‘নির্বাহী আদেশ ১৩৭৭৩’ অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ করে বন্যপ্রাণী পাচার ও আন্তঃদেশীয় অপরাধ সংগঠনগুলোর মধ্যে সংযোগের কথা মাথায় রেখে সংঘবদ্ধ অপরাধ চক্রকে ভেঙ্গে দিতে বিশদ ও সুদৃঢ় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন। আইন প্রয়োগ জোরদার করা, চাহিদা হ্রাস করা এবং আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা – বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে লড়াইতে যুক্তরাষ্ট্র সরকারের এই ত্রিমুখী উদ্যোগের ফলে অপরাধীদের অর্থায়নের প্রধান উৎস বন্ধ হচ্ছে এবং এটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঝুঁকিও কমাচ্ছে।
ইএনডি ওয়াইল্ডলাইফ ট্রাফিকিং অ্যাক্টের বিধানে বলা হয়েছে, সেক্রেটারি অব ইন্টেরিয়র এবং সেক্রেটারি অব কমার্সের সঙ্গে আলোচনাক্রমে সেক্রেটারি অব স্টেট কংগ্রেসে একটি প্রতিবেদন জমা দেবেন, যাতে ওই আইনে সংজ্ঞায়িত ফোকাস কান্ট্রিজ এবং কান্ট্রিজ অফ কনসার্ন-এর তালিকা থাকবে। প্রতিটি ফোকাস কান্ট্রি হলো পাচার হওয়া বন্যপ্রাণী পণ্য অথবা সেগুলো জাত পণ্যের প্রধান উৎস, ট্রানজিট পয়েন্ট অথবা ভোক্তা। ফোকাস কান্ট্রি হিসেবে সনাক্ত হওয়া কোনো ইতিবাচক বা নেতিবাচক উপাধি নয়। কান্ট্রি অব কনসার্ন হলো সেইসব ফোকাস কান্ট্রি, যেগুলোর সরকার বিপন্ন অথবা হুমকিগ্রস্ত প্রজাতি পাচারে হয় সক্রিয়ভাবে জড়িত অথবা এ থেকে জ্ঞাতসারে লাভবান। অনেক ফোকাস দেশই বন্যপ্রাণী পাচার রোধে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশিদারিত্ব তৈরি করাসহ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বন্যপ্রাণী পাচারে জড়িত আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ চক্রকে নস্যাৎ করতে যুক্তরাষ্ট্র ফোকাস কান্ট্রি ও কান্ট্রিজ অফ কনসার্নের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে চায়।
আরো তথ্যের জন্য OES-PA-DG@state.gov এর সঙ্গে যোগাযোগ করুন এবং টুইটারে @SciDiplomacyUSA এই হ্যান্ডেলে ব্যুরো অফ অশানস অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স অনুসরণ করুন।