ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে এই বিশেষ সময়ে আমি আপনাদের সুস্বাস্থ্য ও সুখকর জীবন কামনা করছি।
আমি জানি এখন অনেকের জন্যই কঠিন সময়।
আমাদের চিন্তা ও ভাবনা তাঁদের জন্য যারা সাম্প্রতিক বন্যায় এবং আরো অনেকে যারা প্রতিটি স্থানে কোভিড-১৯ এ সরাসরি আক্রান্ত হয়েছেন। আমরা তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানাই যাদেরকে আমরা মহামারিতে হারিয়েছি এবং সুস্থতা কামনা করি যারা অসুস্থ অবস্থায় আছেন। আমরা তাঁদের পরিবার ও প্রিয়জনদেরকে আমাদের শুভকামনা জানাই এবং আশা করি যাতে তারা ইসলামের অন্তর্নিহিত মূল্যবোধ- সহমর্মিতার বাণী থেকে সান্ত্বনা পেতে ও শক্তি সন্চয় করতে পারেন।
পবিত্র ঈদ এর চেতনায় ও আমাদের সর্বজনীন মানবতায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা যাদের প্রয়োজন তাঁদের কাছে সহায়তা পৌঁছে দেই এবং একে অপরকে রক্ষা করি।
১. বাড়ি থেকে বেরোনোর সময় মাস্ক পরি
২. যতক্ষণ সম্ভব বাড়িতে থাকি, এবং বিশেষত অসুস্থ বোধ করলে
৩. সামাজিক দূরত্ব বজায় রাখি এবং
৪. ঘনঘন নিজেদের হাত ধোয়ার অভ্যাস করি
ঈদ মোবারক!