যুক্তরাষ্ট্রে পড়াশোনা

Group of students

যুক্তরাষ্ট্রের অনন্য উচ্চশিক্ষার সুযোগগুলো সম্পর্কে জানুন। আমাদের এডুকেশনইউএসএ, বাংলাদেশ সেন্টারগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক এডুকেশনইউএসএ নেটওয়ার্কের অংশ। সেন্টারগুলো শিক্ষার্থী এবং  তাদের পরিবারকে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য আবেদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্ভুল, বিশদ ও হালনাগাদ তথ্য দিয়ে সহায়তা করে। দূতাবাসের আমেরিকান সেন্টার বিস্তারিত এডুকেশনইউএসএ সার্ভিস দিয়ে থাকে।

Image of a female student studying

স্কলারশিপ

যুক্তরাষ্ট্র সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিভিন্ন শিক্ষা ও পেশাগত এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে জানুন।

Image of professional men and women who are part of our team.

অ্যালামনাই

ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যালামনাই হচ্ছে একটি বৈশ্বিক কমিউনিটি। এর উদ্দেশ্য যুক্তরাষ্ট্র সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের সব বর্তমান ও সাবেক অংশগ্রহণকারীর জন্য একটি প্রাণবন্ত নেটওয়ার্ক পরিচালনা করা।

Image of student standing in front of a chalkboard with question marks written on the board

ইংরেজি ভাষা শিক্ষা

বিদেশি ভাষা হিসেবে ইংরেজি শেখান বা শিখুন। পরিচিত হোন আমেরিকান সংস্কৃতির সঙ্গে। বৈশ্বিক শিক্ষার্থী কমিউনিটির মধ্যে ইংরেজিতে কথা বলায় উৎসাহ যোগান।