ফুলব্রাইট ইউএস স্কলার প্রোগ্রাম
ফুলব্রাইট ইউএস স্কলার প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের স্কলার ও পেশাজীবীদের বিভিন্ন একাডেমিক ও পেশাগত ক্ষেত্রে নানা দেশে লেকচার দেওয়া এবং/অথবা গবেষণা পরিচালনার জন্য পাঠানো হয়।
ফুলব্রাইট স্পেশালিস্টস প্রোগ্রাম
ফুলব্রাইট স্পেশালিস্টস প্রোগ্রাম পাঠ্যক্রম ও ফ্যাকাল্টি গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিষয়গুলোতে বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের শিক্ষক ও পেশাজীবীদের নানা দেশের প্রতিষ্ঠানে পাঠায়। তারা সেখানে ২ থেকে ৬ সপ্তাহের জন্য কাজ করেন।
ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম
ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম বিদেশি স্কলারদের যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে এক সেমিস্টার থেকে এক একাডেমিক বছর পর্যন্ত পোস্ট ডক্টরাল গবেষণা করার জন্য মঞ্জুরি সহায়তা দেয়।
ফুলব্রাইট স্কলার-ইন-রেসিডেন্স প্রোগ্রাম
ফুলব্রাইট স্কলার-ইন-রেসিডেন্স প্রোগ্রাম এর আওতায় যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো এক সেমিস্টার বা এক একাডেমিক বছর পর্যন্ত সময়ের জন্য বিভিন্ন বিষয়ে লেকচার দেওয়ার জন্য বিদেশি একাডেমিকদের আমন্ত্রণ জানায়। আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী এবং/অথবা ‘হিস্টরিক্যালি ব্ল্যাক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ’, ‘হিস্পানিক সার্ভিং ইনস্টিটিউশনস’, ‘ট্রাইবাল কলেজেস’, ছোট লিবারেল আর্টস কলেজ এবং কমিউনিটি কলেজসহ সংখ্যালঘু শ্রেণিকে সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হয়।
স্টাডি অব দ্য ইউএস ইনস্টিটিউটস (এসইউএসআই) ফর স্কলার্স
স্টাডি অব দ্য ইউএস ইনস্টিটিউটস (এসইউএসআই) ফর স্কলার্স সমন্বিত স্টাডি ট্যুর সম্বলিত নিবিড় ¯স্নাতকোত্তর পর্যায়ের একাডেমিক প্রোগ্রাম। এর উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ ও প্রতিষ্ঠান সম্পর্কে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও অন্য স্কলারদের ধারণা আরও গভীর করার সুযোগ দেওয়া। এই ইনস্টিটিউটস এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে বিদেশি শিক্ষায়তনগুলোর পাঠক্রম জোরদার করা ও যুক্তরাষ্ট্র সম্পর্কে শিক্ষাদানের মান উন্নত করা।
স্টাডি অব দ্য ইউএস ইনস্টিটিউটস (এসইউএসআই) : সেকেন্ডারি স্কুল এডুকেটরস
ইনস্টিটিউট ফর সেকেন্ডারি স্কুল এডুকেটরস যুক্তরাষ্ট্রের অতীত এবং বর্তমানের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে বিদেশের অভিজ্ঞ ও নিবেদিত মাধ্যমিক স্কুল শিক্ষকদের ধারণা সমৃদ্ধ করে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সভ্যতার একটি কেন্দ্রীয় বিষয় বা একাধিক বিষয়ের আলোকে বিন্যস্ত এবং এর রয়েছে একটি জোরালো সমকালীন দিক।