ফুলব্রাইট টিচিং এক্সেলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট (টিইএ) প্রোগ্রাম
ফুলব্রাইট টিইএ প্রোগ্রামের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। আর এটি বাস্তবায়ন করে ওয়াশিংটন ডিসি-ভিত্তিক অলাভজনক সংস্থা আইআরএক্স। এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ছয় সপ্তাহের একটি এক্সচেঞ্জ প্রোগ্রাম। এতে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ বিষয়ে দক্ষতা অর্জন, শিক্ষাদানের দক্ষতা বৃদ্ধি ও যুক্তরাষ্ট্র সম্পর্কে তাদের জ্ঞান বৃদ্ধির অনন্য সুযোগ পান।
ফুলব্রাইট ডিশটিংগুইশ্ড অ্যাওয়ার্ডস ইন টিচিং ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ডিএআই)
ফুলব্রাইট ডিএআই প্রোগ্রামের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। আর এটি বাস্তবায়ন করে ওয়াশিংটন ডিসি-ভিত্তিক অলাভজনক সংস্থা আইআরএক্স। প্রোগ্রামটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ নিজ বিষয়ে দক্ষতা গড়ে তোলা, শিক্ষাদানের দক্ষতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে তাদের জ্ঞান বৃদ্ধির অনন্য সুযোগ দেয়।
হুবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ প্রোগ্রাম
হুবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামটি উন্নয়নশীল দেশগুলিতে পাবলিক সার্ভিসে দৃষ্টান্তমূলক নেতৃত্ব দিয়েছেন কর্মজীবনের মাঝ পর্যায়ে থাকা এমন পেশাজীবীদের এক বছর অধ্যয়ন এবং ব্যবহারিক,কাজের সঙ্গে সম্পর্কিত অভিজ্ঞতার জন্য যুক্তরাষ্ট্রে আনে।
ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম
ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম মনোনীত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে এসে নিজ পেশার ব্যক্তিদের সাথে দেখাসাক্ষাত করা এবং যুক্তরাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। বিগত মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের অন্তত ৩৬ জন সদস্য আন্তর্জাতিক ভিজিটর হয়েছেন। অন্যদের মধ্যে আছেন জ্যেষ্ঠ ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং সাংবাদিকরা।
কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (CEE) কার্যক্রম
কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (CEE) কার্যক্রম একটি এক বছর মেয়াদী পূর্ণ অর্থায়িত নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রম। বাংলাদেশের ২১-২৮ বছর বয়সী সুশীল সমাজ নেতৃবৃন্দকে নাগরিক সংলাপ ও শান্তি প্রতিষ্ঠা, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক সরকার, ঝুঁকি-সহিষ্ণুতা ও টেকসই উন্নয়ন, নারী ও লৈঙ্গিক সমস্যা এবং যুবসমাজের সম্পৃক্ততার মতো বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহসাথীদের সাথে কাজ করার সুযোগ প্রদানের লক্ষ্যে কার্যক্রমটি প্রণীত হয়েছে। এর সভ্যগণ যুক্তরাষ্ট্রে তিন মাসের ব্যবহারিক অনুশীলনের সুযোগ পাবেন। পরবর্তীতে উক্ত বিষয়গুলোর ভিত্তিতে একটি কার্যকরী প্রকল্প বাস্তবায়নের জন্য তাঁরা দেশে ফিরে আসবেন। আরো তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের অফিস অব সিটিজেন এক্সচেঞ্জেস বিভিন্ন ধরনের পেশাগত, যুব, সাংস্কৃতিক এবং ক্রীড়া বিষয়ক এক্সচেঞ্জ প্রোগ্রামের পৃষ্ঠপোষকতা করে। এর লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিকে আরও এগিয়ে নেওয়া, বিদেশি অংশগ্রহণকারীদের তাদের নিজ নিজ দেশের সামনে আসা চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য জ্ঞান এবং বোঝাপড়া বৃদ্ধির সুযোগ দেওয়া এবং আমেরিকানদের জন্য বিদেশিদের সঙ্গে নিজেদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ সৃষ্টি করা।
কনফ্লিক্ট ট্র্যান্সফর্মেশন অ্যাক্রস কালচারস (কনট্যাক্ট) প্রোগ্রাম
কনট্যাক্ট হচ্ছে বিশ্বব্যাপী সংঘাত মোকাবেলা, সামাজিক পরিবর্তন এগিয়ে নেওয়া ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত উদীয়মান নেতাদের জন্য একটি স্বল্পমেয়াদী, ও নিবিড় শিক্ষামূলক প্রোগ্রাম। কনট্যাক্ট এর আওতায় পেশাগত উন্নয়ন কর্মসূচি এবং সংঘাত রূপান্তর বিষয়ে একটি স্নাতক সার্টিফিকেট প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে। এ থেকে এসআইটি গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়।
কমিউনিটি সলিউশনস প্রোগ্রাম স্বচ্ছতা এবং জবাবদিহিতা, সহিষ্ণুতা ও সংঘাতের সমাধান, পরিবেশগত সমস্যা এবং নারী ও জেন্ডার সম্পর্কিত ইস“্যতে কাজ করা বিশ্বের সেরা কমিউনিটি নেতাদের জন্য একটি পেশাগত উন্নয়ন কর্মসূচি।