আমাদের ইংরেজি ভাষা বিষয়ক প্রোগ্রামগুলো বাংলাদেশের ইংরেজি ভাষার শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ গড়ে। প্রোগ্রামগুলো পারস্পরিক বোঝাপড়াকে এগিয়ে নেয়, শিক্ষাদান প্রক্রিয়া এবং ভাষাগত দক্ষতা জোরদার করে ও সমালোচনামূলক ভাবনার বিকাশ ঘটায়। পাশাপাশি যুক্তরাষ্ট্র সম্পর্কে যোগায় ভারসাম্যপূর্ণ এবং সঠিক তথ্য।
আপনি কি একজন ইংরেজি শিক্ষক হিসেবে আরও রিসোর্স খুঁজছেন? কিংবা ইংরেজি শিখতে বা নিজের ইংরেজি ভাষার দক্ষতা আরও বাড়াতে আগ্রহী? তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন!
অনলাইনে আমেরিকান ইংলিশ বিষয়ক রিসোর্স
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমেরিকান ইংলিশ ওয়েবসাইট-এ শিক্ষক এবং শিক্ষার্থীদের ইংরেজি শেখানো এবং শেখার জন্য রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় রিসোর্স। শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই এ থেকে ইংরেজি ভাষা অনুশীলনের নতুন নতুন কৌশল শিখতে পারবেন। এছাড়া যুক্তরাষ্ট্র সম্পর্কে জানবেন আরও অনেক কিছু। ওয়েবসাইটটি শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ভালো করতে সহায়তা করে।
শিক্ষার্থীদের ইংরেজি অনুশীলনের জন্য ‘ট্রেস ইফেক্টস’ একটি অংশগ্রহণমূলক ইংরেজি ভাষার ভিডিও গেম। এটি ব্যবহার করে ইন্টারেক্টিভ এক জগতে ধাঁধা, গেমস আর অ্যাডভেঞ্চারের মাধ্যমে ইংরেজি শিখুন। সেইসঙ্গে জানুন আমেরিকান সংস্কৃতি সম্পর্কে।
‘শেপিং দি ওয়ে উই টিচ ইংলিশ’ (পিডিএফ ৫৯২ কেবি) হচ্ছে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার শিক্ষকদের জন্য একটি ধারাবাহিক ওয়েবিনার কোর্স (পিডিএফ ৫৯ কেবি)। এতে শেখানোর বিভিন্ন রকম পদ্ধতি তুলে ধরা হয়েছে যা ইন্টারেক্টিভ ও শিক্ষার্থী-কেন্দ্রিক। এতে অংশগ্রহণকারীরা একটি প্রাণবন্ত অনলাইন অনুশীলন গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবেন। শেষে অংশগ্রহণের একটি ই-সার্টিফিকেট পাওয়া যাবে। পরবর্তী ওয়েবিনারের ঘোষণার জন্য নজর রাখুন। সে পর্যন্ত এখানে দেখে নিন পুরনো ওয়েবিনারগুলো।
ঢাকা দূতাবাসের ইংরেজি ভাষার প্রোগ্রামগুলো
যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা শেখানো ও শেখা আরও সহজ করার জন্য বাংলাদেশজুড়ে অনেকগুলো ভাষা শিক্ষা প্রোগ্রাম চালায়। নিচে আমাদের প্রোগ্রামগুলো বিশদভাবে তুলে ধরা হলো:
ইংলিশ ল্যাংগুয়েজ ফেলো প্রোগ্রাম
ইংলিশ ল্যাংগুয়েজ ফেলো প্রোগ্রামের লক্ষ্য বাংলাদেশে ইংরেজি শিক্ষার সক্ষমতা উন্নত করা। এ লক্ষ্যে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং অন্যান্য ভাষা শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে ‘বিদেশি ভাষা হিসেবে ইংরেজি’ (ইংলিশ অ্যাজ-এ-ফরেন ল্যাংগুয়েজ-ইএফএল) শেখাতে দশ মাসের ফেলোশিপ দিয়ে মেধাবি ও অভিজ্ঞ আমেরিকান শিক্ষক পাঠানো হয়ে থাকে। ইএল ফেলোরা শিক্ষাদান প্রক্রিয়ায় পেশাদার অভিজ্ঞতা ও জ্ঞানের ছাপ রাখেন যা প্রতিষ্ঠানগুলোর জন্য দীর্ঘমেয়াদি উপকার বয়ে আনে। বিশ্বের ৮০ টির বেশি দেশে বছরে গড়ে ১৫০ জন ইএল ফেলো এতে অংশ নেন। এ কর্মসূচি সংক্রান্ত নির্দেশিকা ডাউনলোড করুন (পিডিএফ ৭.৬২ এমবি)
ইংলিশ ল্যাংগুয়েজ স্পেশালিস্ট প্রোগ্রাম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এর ইংলিশ ল্যাংগুয়েজ স্পেশালিস্ট প্রোগ্রাম এর আওতায় বিদেশে ভাষা সংক্রান্ত শিক্ষা কার্যক্রমের জন্য শিক্ষাবিদ এবং পেশাজীবীদের নিয়োগ দেয়। তারা দুই সপ্তাহ থেকে চার মাস সময়কালের জন্য ‘বিদেশি ভাষা হিসেবে ইংরেজি শেখানো’ (টিচিং ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাংগুয়েজ- টিইএফএল) এবং ‘অন্যান্য ভাষাভাষীদের ইংরেজি শেখানো’ (‘টিচিং ইংলিশ টু স্পিকার্স অব আদার ল্যাংগুয়েজেস’ -টিইএসএল) কর্মসূচি চালান। এই বিশেষজ্ঞরা বিদেশে মানসম্পন্ন ইংরেজি ভাষা কর্মসূচি পরিচালনা করতে এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এগিয়ে নিতে দূতাবাসগুলোকে সহায়তা করেন। দূতাবাসগুলো প্রয়োজনমত ইংরেজি ভাষা বিশেষজ্ঞদের দায়িত্ব স্থির করে, যার মধ্যে থাকতে পারে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক তৈরি বা হোস্ট সংস্থার কার্যক্রম মূল্যায়ন।
আমেরিকান ইংলিশ ই-টিচার প্রোগ্রাম
আমেরিকান ইংলিশ ই-টিচার প্রোগ্রাম বিদেশি ইংরেজি ভাষার শিক্ষকদের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে নয়টি উদ্ভাবনী অনলাইন স্নাতক-স্তরের ক্লাসে অংশগ্রহণের সুযোগ দেয়। এ কোর্সের মূল বিষয়বস্তু হচ্ছে ‘টিচিং ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাংগুয়েজ’ কর্মসূচি কেন্দ্রিক। ২০০৪ সাল থেকে অফিস অব ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের কিছু নির্বাচিত বিশ্ববিদ্যালয় কর্তৃক দূরশিক্ষণের মাধ্যমে স্নাতক স্তরের কোর্স পরিচালনা করে আসছে। এতে অংশগ্রহণকারীরা উদ্ভাবনী দূরশিক্ষণ প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেন। এ প্রোগ্রামে টিউশন ফি এবং কোর্স উপকরণের ব্যয় অন্তর্ভুক্ত যা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি প্রত্যেক অংশগ্রহণকারীর কাছে পাঠানো হয়। সাধারণত প্রতিটি কোর্স ১০-১২ সপ্তাহ চলে এবং অংশগ্রহণকারীদের প্রতি সপ্তাহে ১০ ঘন্টা সময় দিতে হয়। সফলভাবে কোর্স সম্পন্নকারীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পান।
ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম
ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম’র আওতায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ১৩-২০ বছর বয়সী মেধাবী শিক্ষার্থীদেরকে স্কুলের সময়ের বাইরে পাঠদান এবং গ্রীষ্মকালীন নিবিড় শিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ইংরেজি ভাষা, আমেরিকান সংস্কৃতি ও নেতৃত্বদানের দক্ষতা বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়। এ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা ইংরেজির দক্ষতা অর্জনের ফলে ভালো চাকুরি পায় এবং তাদের শিক্ষাগত সম্ভাবনা বিকশিত হয়। তাছাড়া অংশগ্রহণকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক বিনিময় ও অধ্যয়ন কার্যক্রমে অংশগ্রহণের সক্ষমতা অর্জন করে। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ১,২০০’র বেশি বাংলাদেশী শিক্ষার্থী এই অ্যাক্সেস প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছে এবং ৮৫টিরও বেশি দেশের ৯৫,০০০ শিক্ষার্থীর সাথে যুক্ত হয়েছে। এ কার্যক্রমের প্রচারপত্র ডাউনলোড করুন (পিডিএফ ৩.৩৮ এমবি)