
ইএমকে সেন্টার
মাইডাস সেন্টার, বাড়ি নং ৫, রোড নং ১৬ (পুরাতন ২৭)
ধানমন্ডি, ঢাকা- ১২০৯, বাংলাদেশ
ওয়েবসাইট: www.emkcenter.org ইমেইল: info@emkcenter.org
ফোন: +৮৮ (০২) ৯১১৯৭৫২, ৯১১ ৯৭ ৬৮, ৯১১৯৭৭৬, ৯১১৯৭ ৮৩, +৮৮ ০১৯২-৬৬৬৬-৯৯৫
সময়: সকাল ৯:৩০- রাত ৮: ০০ (শুক্রবার এবং সরকারি ছুটিতে বন্ধ)
মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারের অংশীদারত্বের মাধ্যমে ২০১২ সালে চালু হয় ইএমকে সেন্টার। এটি উন্মুক্ত সংলাপ, সচেতন কার্যক্রম, শৈল্পিক প্রকাশ এবং ব্যক্তিগত ও পেশাগত বিকাশের জন্য প্রতিশ্রুতি বদ্ধ একটি নির্দলীয় প্ল্যাটফর্ম। পাবলিক সার্ভিস বলতে আমরা বুঝি জনগণের পক্ষে করা সেবামূলক কাজ- তা হতে পারে যে কারও মাধ্যমে, যে কোনও স্থানে এবং যে কোনও সময়।
ইএমকে সেন্টার বিশ্বব্যাপী জনকল্যাণে অবদান রাখা ব্যক্তিদের অবদানকে সম্মান জানায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করা নারীপুরুষ ও যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড এম কেনেডি যার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি তখন জনকল্যাণে উদ্যোগ নিয়েছিলেন। শুধু একাত্তরেই নয়, জীবনভরই সিনেটর কেনেডি নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়িয়েছেন। ১৯৭২ সালের ফেব্রয়ারি মাসে তিনি দুদেশের বন্ধুত্ব, দৃঢ়তা ও আশার মূর্ত প্রতীক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বটগাছের চারা রোপন করেন। গাছটি এখনো জীবিত।