আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে সদস্যপদ দিয়ে থাকে। ১৩ বছর বয়স থেকে সদস্যপদ দেওয়া হয়। এজন্য অবশ্যই সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র ও ছবিসহ পরিচয়পত্র জমা দিতে হবে।
সদস্যপদের জন্য আবেদন (পিডিএফ ২১১ কেবি)
আমেরিকান সেন্টার
দর্শনার্থীদের জন্য সাধারণ নির্দেশনা
সাধারণ তথ্য
- আমেরিকান সেন্টারে কোন ছবি তোলা, ভিডিও ধারণ করা এবং খাবার ও পানীয় নিয়ে আসা অনুমোদিত নয় ।
- দুই বছরের জন্য সদস্যপদের ফি ৮০০ টাকা। প্রবেশপথে চাওয়া হলে অবশ্যই সদস্যপদ কার্ড দেখাতে হবে। আমেরিকান সেন্টারের সদস্যপদ কার্ড হস্তান্তরযোগ্য নয়।
- সদস্যপদ কার্ড হারিয়ে গেলে সদস্যকে তাৎক্ষণিকভাবে তা আমেরিকান সেন্টারের অভ্যর্থনা ডেস্কে জানাতে হবে। ৩০০ টাকা দিয়ে নতুন কার্ড সংগ্রহ করা যাবে।
- আমেরিকান সেন্টারের অভ্যন্তরে অন্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য কথাবার্তা যতদূর সম্ভব কম বলুন এবং নিম্নস্বরে কথা বলুন।
- আর্চার কে ব্লাড লাইব্রেরি, এডুকেশনইউএসএ এবং মিলনায়তনের অনুষ্ঠান চলার সময় মোবাইল ফোনের ব্যবহার অনুমোদিত নয়।
দি আর্চার কে ব্লাড লাইব্রেরি থেকে ধার নেওয়ার সুবিধা
- সদস্যরা প্রতিবার সর্বোচ্চ ছয়টি সামগ্রী (বই, ডিভিডি বা সিডি) ধার নিতে পারবেন। বই দেওয়া হয় দুই সপ্তাহের জন্য। আর ডিভিডি বা সিডি নেওয়া যায় এক সপ্তাহের জন্য। রেফারেন্স সামগ্রী ও পত্রপত্রিকা ধার বা আর্চার কে ব্লাড লাইব্রেরি থেকে বাইরে নেওয়া যাবে না।
- কোন বই অন্য কেউ নিজের জন্য রিজার্ভ না করলে একবার বাড়তি দুই সপ্তাহের জন্য নবায়ন করা যাবে।
- ধার নেওয়ার আগে সদস্যদের বই বা অন্যান্য সামগ্রীর অবস্থা ভালো করে দেখে নেওয়া উচিত। অন্যথায় ফেরত দেওয়ার সময় আগে নষ্ট থাকার দাবি গ্রহণযোগ্য হবে না।
- কিছু ফেরত দিতে দেরি হলে প্রতি সামগ্রীর জন্য দিনে ৫ টাকা হারে জরিমানা দিতে হবে।
- অনুগ্রহ করে লাইব্রেরির সামগ্রী যত্ন করে ব্যবহার করুন। এসবের ওপর লেখা, চিহ্ন দেওয়া, বিকৃত করা বা অন্য কোন রকম ক্ষতি করা থেকে বিরত থাকুন।
- লাইব্রেরির কোনো সামগ্রীর ক্ষতি হলে ধার নেওয়া ব্যক্তি এগুলো বদলের ব্যয় (পরিবহন ব্যয়সহ) বহনের জন্য দায়ী হবেন যা লাইব্রেরিয়ান স্থির করবেন। ধার নেওয়া কিছু হারিয়ে গেলে ধারগ্রহণকারী তাৎক্ষণিকভাবে লাইব্রেরিয়ানকে তা জানাবেন। ধার নেওয়া ব্যক্তি ক্ষতিগ্রস্ত সামগ্রী বদলের ব্যয় (পরিবহন ব্যয়সহ) বহনের জন্য দায়ী হবেন যা লাইব্রেরিয়ান ধার্য করবেন।
কম্পিউটার ব্যবহারের নির্দেশনা
- সদস্যরা বিনামূল্যে কম্পিউটার ব্যবহার করতে পারবেন। যারা সদস্য নন তাদের ঘন্টাপ্রতি ২০ টাকা দিতে হবে।
- কম্পিউটার বা সফটওয়্যারের সেটিং ও কনফিগারেশনে কোন রদবদল করা যাবে না। তা করলে সদস্যপদ বাতিল হয়ে যাবে।
- কম্পিউটার ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের কোন ওয়েবসাইট বা পর্নোগ্রাফি দেখতে বা ডাউনলোড করতে পারবেন না। কিংবা যৌন বিষয়ক চিত্র সম্বলিত ফাইল দেখা, ডাউনলোড করা বা সংরক্ষণ করতে পারবেন না। এ ধরনের কাজ করলে সদস্যপদ বাতিল করা হবে।
- ব্যবহারকারীরা ইন্টারনেট বা কোন অননুমোদিত সূত্র থেকে কোন প্রোগ্রাম ডাউনলোড, ইন্সটল বা পরিচালনা করতে পারবেন না।
- এক্সিকিউটেবল ফাইল (এক্সি, ব্যাট.কম), গেমস, ভিডিও বা এমপিথ্রি (গান) ফাইল ডাউনলোড বা খুলবেন না।
- কোন ইনস্ট্যান্ট মেসেঞ্জার (আইএম) ও চ্যাট সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করবেন না।
- ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড, মেমোরি স্টিক, থাম ড্রাইভ/ইউএসবি ড্রাইভ/ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি মিডিয়া ব্যবহার করা যাবে না।
- উল্লিখিত নিয়মসমূহ মেনে চলতে ব্যর্থ হলে সদস্যপদ বাতিল করা হবে।