- সদস্যপদ
- সদস্যপদের ফি
- সামগ্রী ধার করার সুবিধা ও দায়িত্বসমূহ
- রেফারেন্স সার্ভিস
- ইন্টারনেট অ্যাকসেস সার্ভিস
- আমেরিকান সেন্টার লাইব্রেরির সময়সূচি
- সংবাদপত্র ও সাময়িকী
- ফটোকপি সেবা
সদস্যরা একবারে ছয়টি পর্যন্ত সামগ্রী (বই বা ডিভিডি) ধার নিতে পারবেন। বই দুই সপ্তাহ এবং ডিভিডি এক সপ্তাহের জন্য ধার নেওয়া যায়। বইগুলো আর কেউ না চেয়ে থাকলে তা ফোন, ইমেইলের মাধ্যমে বা স্বশরীরে এসে জানিয়ে আরও দুই সপ্তাহের জন্য নেওয়া যাবে। সাময়িকী ও রেফারেন্স বই ধার নেওয়া যাবে না। ধার করার কার্ড হস্তান্তরযোগ্য নয়। কোন সদস্যের কার্ডের বিপরীতে নেওয়া বইসহ বিভিন্ন সামগ্রীর দায়দায়িত্ব তার নিজের। সমস্যা এড়াতে কিংবা হারিয়ে যাওয়া কার্ড দিয়ে তোলা বইপত্র বা সামগ্রীর দায় এড়াতে হলে ঠিকানা ও ফোন নাম্বার পরিবর্তন বা সদস্যপদের কার্ড হারানোর কথা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। কার্ড হারিয়ে গেলে ৩শ’ টাকা পরিশোধ করে নতুন কার্ড পাওয়া যাবে।
আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করা এবং নিয়মকানুন মেনে না চললে যে কোন ব্যক্তির সদস্যপদ বাতিল করার অধিকার রাখে।