
দি আমেরিকান সেন্টার
যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা
জে ব্লক, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা ১২১২, বাংলাদেশ
ফোন: (৮৮০) (২) ৫৫৬৬-২৮২৯/২৮৩৩
ই-মেইল:IRCdhaka@state.gov

দি আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের উপকরণ ও সেবা। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আমাদের মিশন হচ্ছে যুক্তরাষ্ট্র সম্পর্কে সময়মত, নির্ভরযোগ্য ও বিশদ তথ্য যোগানো। এর মধ্যে রয়েছে সাহিত্য-সংস্কৃতি, রাজনীতি ও সরকার, অর্থনীতি ও বাণিজ্য, পররাষ্ট্র ও প্রতিরক্ষা ইত্যাদি বিষয়। আমাদের লাইব্রেরিতে সবার সাধারণ আগ্রহের বিষয়গুলো নিয়েই বইয়ের ভালো সংগ্রহ আছে। তবে এ সংগ্রহ গড়ে উঠেছে মূলত পাঁচটি বিষয়কে কেন্দ্র করে: যুক্তরাষ্ট্র বিষয়ক অধ্যয়ন, আমেরিকান গল্প-উপন্যাস, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাংগুয়েজ, কম্পিউটার এবং ব্যবসা ও ব্যবস্থাপনা। আমাদের একটি বড় ভিডিও সংগ্রহও আছে, যাতে আছে অনেক চলচ্চিত্র ও প্রামান্য চিত্র। আছে ভাষা বিষয়ক অডিওটেপ ও নানা বিষয়ের সিডি রম। ৫০ টির বেশি পত্রপত্রিকা ও বেশ কয়েকটি সংবাদপত্র পাওয়া যাবে এখানে। আমাদের বই ও অন্যান্য উপকরণ সম্পর্কে তথ্য পেতে অনুসন্ধান করুন অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ (ওপিএসি) আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস, মূল্যবোধ ও প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে আরও ভালো ধারণা দিতে কাজ করে।
- লাইব্রেরি ব্রোশিওর (পিডিএফ ৩ মেবা)
- সদস্যপদের জন্য আবেদন (পিডিএফ ২১১ কেবি)