
আমেরিকান কর্নার- সিলেট
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শামীমাবাদ, বাগবাড়ি, সিলেট
ই মেইল: amcornersyt@gmail.com
ফোন: (৮৮০) (৮২১) ৭২০৭৭১, ৭১৭১৯৩ এক্স. ১০৫
ফ্যাক্স : (৮৮০) (৮২১) ৭২৫৬৪৪
সময়: শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.৩০ – বিকেল ৫.০০
আমেরিকান সেন্টার চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং রাজশাহীতে ‘আমেরিকান কর্নার’ মিনি লাইব্রেরিগুলোর তত্ত্বাবধান করে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০০৪ সালের জানুয়ারিতে আমেরিকান কর্নার সিলেট চালু হয়। আমেরিকান কর্নার যুক্তরাষ্ট্র বিষয়ক মৌলিক রেফারেন্স সামগ্রী, ইন্টারনেট টার্মিনাল, ভিডিও দেখার সুবিধা এবং ইংরেজি ভাষার টেপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের নির্দেশিকা সরবরাহ করে। নির্দেশিকাগুলোর সংগ্রহ ক্রমেই আরও সমৃদ্ধ হচ্ছে।
আমেরিকান কর্নারগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারের তথ্য সরবরাহ ও প্রচার কেন্দ্র। এখানে সবার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন দিকের ওপর নজর দেওয়া বই, জার্নাল, সাময়িকী, ভিডিও এবং সিডি-রম দেখার সুযোগ রয়েছে।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (বাংলাদেশের দ্বিতীয়) এ আমেরিকান কর্নারটির উদ্বোধন করা হয়েছিল ২০০৪ সালের ১৫ই জানুয়ারি।
আমরা সিলেটবাসীকে আমেরিকান কর্নারে এসে এখানকার সেবা নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আমেরিকান কর্নার-সিলেট এর ব্রোশিওর (পিডিএফ ৩১১ কেবি) ডাউনলোড করুন।