আমেরিকান কর্নার রাজশাহী

আমেরিকান কর্নার- রাজশাহী
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
৫৩২, জাহাঙ্গীর সরণি
তালাইমারি, রাজশাহী – ৬২০৪
ইমেল: amcornerraj@yahoo.com
সময়: রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.০০-সন্ধ্যা ৬.০০

আমেরিকান সেন্টার চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং রাজশাহীতে ‘আমেরিকান কর্নার’ মিনি লাইব্রেরিগুলোর তত্ত্বাবধান করে। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে রাজশাহীর ‘ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সেন্টার’-এ খোলা হয়েছিল আমেরিকান কর্নার, রাজশাহী। এটি ২০১৭ সালের ডিসেম্বরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয়। আমেরিকান কর্নার রাজশাহীতে যুক্তরাষ্ট বিষয়ক মৌলিক রেফারেন্স সামগ্রী, ইন্টারনেট ব্যবহারের টার্মিনাল, ভিডিও দেখার সুবিধা এবং ইংরেজি ভাষা বিষয়ক টেপ পাওয়া যায়। পাশাপাশি এখানে রয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গাইড বইয়ের সংগ্রহ যা ক্রমেই আরও বেশি বড় হচ্ছে।

আমেরিকান কর্নারগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারের তথ্য সরবরাহ ও প্রচার কেন্দ্র। এখানে সবার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন দিক তুলে ধরা বই, জার্নাল, সাময়িকী, ভিডিও এবং সিডি-রম দেখার সুযোগ রয়েছে। রাজশাহীবাসীকে আমেরিকান কর্নার-এ এসে এর সেবা গ্রহণে স্বাগত জানাই আমরা।