স্পিকারস’ ব্যুরো

যুক্তরাষ্ট্রের দূতাবাসের লক্ষ্য বাংলাদেশে  যুক্তরাষ্ট্র সরকারের কাজকে সহজভাবে লোকের কাছে তুলে ধরা এবং আমেরিকান ও বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়ানো। এসব লক্ষ্যকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকায় আমেরিকান সেন্টারের তত্ত্বাবধানে স্পিকারস’ ব্যুরোর মাধ্যমে বক্তা নিয়ে আসতে প্রস্তুত। এই বক্তারা (স্পিকার) হচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক যাদের বিভিন্ন ধরনের একাডেমিক,সাংস্কৃতিক ও পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন। তারা যুক্তরাষ্ট্রের রাজনীতি, বিভিন্ন বিষয়ে নীতি এবং সংস্কৃতি সম্পর্কে আমেরিকান দৃষ্টিভঙ্গি সানন্দে আপনাদের কাছে তুলে ধরবেন। এসব বিষয়ের মধ্যে থাকতে পারে নির্বাচন থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং তা থেকে বেসবল খেলা পর্যন্ত নানাবিধ ইস্যু।

বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য বক্তা পাওয়া যায়। তারা স্থানীয় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থী, কমিউনিটি এবং ধর্মীয় সংগঠন এবং মিডিয়ার মতো বিভিন্ন ক্ষেত্রের কাছে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা রাখেন।

আপনার প্রতিষ্ঠানের জন্য কোনও বক্তা পেতে চাইলে তার জন্য অর্থ দিতে হবে না। এ ব্যাপারে আরও তথ্যের জন্য আমেরিকান সেন্টারে / ৮৮৩৭১৫০৪ ফোন নাম্বার বা DhakaPA@state.gov ইমেইল -এ যোগাযোগ করুন। বক্তা চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পূরণ করে জমা দিন।

স্পিকারস’ ব্যুরো অনুরোধ ফর্ম (পিডিএফ ৪১ কেবি)