যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরো (http://exchanges.state.gov/) আন্তর্জাতিক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের পারস্পরিক বোঝাপড়া এগিয়ে নেয়। যুক্তরাষ্ট্র ও বিদেশের বেসরকারি নাগরিক ও সংগঠনের মধ্যে ব্যক্তিগত, পেশাগত ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক এগিয়ে নেওয়া এবং বিদেশিদের কাছে যুক্তরাষ্ট্রের ইতিহাস, সমাজ ও শিল্পসংস্কৃতির বৈচিত্র তুলে ধরার মাধ্যমে ব্যুরো এ কাজটি করে থাকে।