ডেপুটি সেক্রেটারি বিগান’র বাংলাদেশ সফর

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ১৬ অক্টোবর ২০২০ শুক্রবারে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র মুখপাত্রের এই বিবৃতিটি প্রচার করছে।

যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অফ স্টেট

মুখপাত্রের দফতর


অবিলম্বে প্রচারের জন্য

সংবাদ বিজ্ঞপ্তি

১৬ অক্টোবর ২০২০

 

ডেপুটি সেক্রেটারি অফ স্টেট স্টিফেন ই. বিগান ১৪-১৬ অক্টোবর তাঁর বাংলাদেশ সফরে ঢাকায় এসে বিভিন্ন দ্বিপাক্ষিক উদ্যোগে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং অন্যান্য ঊর্ধ্বতন বাংলাদেশী কর্মকর্তাদের সাথে বৈঠকে ডেপুটি সেক্রেটারি বিগান বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়ন জোরদারকরণে দু’দেশের অংশীদারিত্ব বিষয়ে আলোচনা করেন। ডেপুটি সেক্রেটারি জনস্বাস্থ্য ও কোভিড-১৯ মোকাবেলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার বিষয়টিতে আলোকপাত করেন এবং আমেরিকায় প্রস্তুতকৃত ১০০টি ভেন্টিলেটর প্রদানের আগাম ঘোষণা দেন। দেশে বিদ্যমান সকল ভেন্টিলেটরের সনদায়ন ও কার্যকারিতা পুনঃপরীক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ডেপুটি সেক্রেটারি বিগান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছে দু’টি গ্যাস অ্যানালাইজার হস্তান্তর করেন।

পুরো এই সফরে ডেপুটি সেক্রেটারি বিগান সবার জন্য সম্মিলিত সমৃদ্ধি অর্জনে অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে দু’দেশের যৌথ লক্ষ্য বিষয়ে জোর দেন। ৮৬০,০০০’র বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে অব্যাহত উদারতা প্রকাশের জন্য ডেপুটি সেক্রেটারি বাংলাদেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান এবং স্থায়ী কোন সমাধানে পৌঁছাতে বৈশ্বিক তৎপরতার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন।

ডেপুটি সেক্রেটারি বিগান এবং পররাষ্ট্র মন্ত্রী মোমেন যৌথভাবে ফ্লোরিডার মায়ামিতে বাংলাদেশ সরকারের নতুন কনস্যুলেট স্থাপনের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৃতীয় ও নতুন এই কনস্যুলেট আমাদের দু’দেশের মধ্যেকার ক্রমবর্ধমান বাণিজ্যিক ও জনগণের বন্ধন এবং সম্প্রসারণশীল অংশীদারিত্বের উদাহরণ।