প্রেস বিবৃতি
মাইকেল আর পম্পেও, সেক্রেটারি অব স্টেট
মে ২০, ২০২০
দেশে -বিদেশে কোভিড-১৯ মহামারি মোকাবেলার কয়েকমাস অতিবাহিত হয়েছে। যুক্তরাষ্ট্র এখনও এই দুর্বিপাকের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে নেতৃত্ব অব্যহত রেখেছে। জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার ক্ষেত্রে কয়েকদশকের নেতৃত্বের অভিজ্ঞতা এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। আমেরিকান জনগণের উদারতার বদৌলতে আমাদের বৈদেশিক সহায়তা বিশ্বজুড়ে মানুষের প্রাণ বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয় প্রশমণেও সহায়তা করছে।
আমেরিকান জনগণ অব্যাহতভাবে প্রমাণ করছে , তারাই মানবিক সহায়তার ক্ষেত্রে বিশ্বে সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি উদার। আজকে কোভিড-১৯ মোকাবেলায় বাড়তি সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ১৬ কোটি ২০ লাখ ডলারের অঙ্গীকার করল। এর মাধ্যমে এ মহামারির শুরু থেকে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার মোট অঙ্ক একশ কোটি ডলার ছাড়িয়ে গেল।
আজ ঘোষিত নতুন তহবিল স্বাস্থ্য, পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা, সুরক্ষা ও উপকরণগত বিষয়ে জরুরি উদ্যোগগুলোতে সহায়তা অব্যহত রাখবে। পাশাপাশি কোভিড-১৯ এর কারণে দ্রুত বেড়ে চলা খাদ্য নিরাপত্তাহীনতার সমস্যা মোকাবেলায়ও পদক্ষেপ গ্রহণ করবে। এই সহায়তা জরুরি খাদ্য সাহায্য যোগাবে। আমাদের এ পর্যন্ত দেওয়া অতিরিক্ত কোভিড-১৯ তহবিলে খাদ্য সহায়তার ব্যবস্থা এটাই প্রথম।
জরুরি খাদ্য সাহায্যের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ন, কারণ কোভিড-১৯ মহামারির কারণে সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ার পাশাপাশি চলাফেরা সীমিত আর ম্যাক্রো অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি এই প্রাণঘাতী ভাইরাসের কবল থেকে সবচেয়ে অসহায় মানুষদের জীবনরক্ষায় সাহায্য করার জন্য আমাদের বহুমুখী মানবিক সহায়তার অংশ। যুক্তরাষ্ট্র দেশে ও বিদেশে কোভিড-১৯ মোকাবেলায় সত্যিই একটি দেশ হিসেবে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। দেশটি আফ্রিকা, এশিয়া , ইউরোপ ও ল্যাটিন আমেরিকার মিত্র দেশগুলোকে ভেন্টিলেটর সরবরাহের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকার পূরণ করেছে। ইউএসএআইডির দান করা যুক্তরাষ্ট্রের তৈরি ভেন্টিলেটরের প্রথম চালানটি ১১ মে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে। অন্যান্য সহযোগীও মিত্রদেশের কাছে আরও ভেন্টিলেটর পাঠানো হচ্ছে।
দেশের ভেতরে কোভিড মোকাবেলায় ব্যস্ত থাকার সময়ও যুক্তরাষ্ট্রের বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান, অলাভজনক সংস্থা, দাতব্য সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সাধারণ লোকেরা মিলে যে সাহায্য দিয়েছে তার পরিমাণ গোটা অবশিষ্ট বিশ্বের দেওয়া সহায়তার চেয়ে বেশি। আমাদের সরকারের দেওয়া সহায়তার বাইরে তারা বিশ্বব্যাপী দান ও সাহায্য হিসেবে ৪শ’ ৩০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছে।