নতুন ঠিকানায় এডওয়ার্ড এম কেনেডি (EMK) সেন্টারের উদ্বোধন

আজ, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গুলশানে নতুন ঠিকানায় এডওয়ার্ড এম কেনেডি (EMK) সেন্টারের উদ্বোধন করেছেন। EMK সেন্টারের লক্ষ্য জ্ঞান বিনিময়, দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক জোরদার করা। এটি যুক্তরাষ্ট্র দূতাবাস এবং জাগো ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর শার্লিনা হুসাইন-মর্গান বলেন, “বাংলাদেশি যেই তরুণরা এই দরজা দিয়ে …

আরও পড়ুন»

আপনি কি যুক্তরাষ্ট্রে পড়তে যেতে আগ্রহী?

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কলেজগুলোর অংশগ্রহণে এযাবৎকালের সর্ববৃহৎ ভার্চুয়াল শিক্ষামেলায় যোগ দিতে নিবন্ধন করুন। গ্রাজুয়েট মেলার তারিখ ২-৩ অক্টোবর এবং আন্ডারগ্রাজুয়েট মেলার তারিখ ৯-১০ অক্টোবর। ১০০টিরও বেশী বিশ্ববিদ্যালয় এতে অংশ নেবে। মেলায় বিনামূল্যে অংশ নেয়া যাবে এবং এটি সবার জন্য উন্মুক্ত।

আরও পড়ুন»
আরও দেখাও ∨