প্রস্তাবের জন্য আবেদন আহ্বান: এশিয়া ফাউন্ডেশনের সাউথ এশিয়া স্মল গ্র্যান্টস প্রোগ্রাম (দক্ষিণ এশিয়া ক্ষুদ্র মঞ্জুরি কর্মসূচি)

একটি স্বাধীন উন্মুক্ত দক্ষিণ এশিয়া গড়ে তুলতে সুশাসনের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করার জন্য বাংলাদেশসহ পাঁচটি দক্ষিণ এশীয় দেশের যোগ্য নাগরিক সমাজ সংগঠনকে (সিএসও) মঞ্জুরির জন্য আবেদন করতে আহ্বান জানানো হচ্ছে। মঞ্জুরির আর্থিক অঙ্ক ২৫ থেকে ৭৫ হাজার ডলার। আবেদনের শেষ সময়সীমা ২৯ এপ্রিল, ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

ঢাকা, মার্চ ২৫, ২০২০: ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দের সঙ্গে এশিয়া ফাউন্ডেশনের সাউথ এশিয়া স্মল গ্র্যান্টস প্রোগ্রাম//দক্ষিণ এশিয়া ক্ষুদ্র মঞ্জুরি কর্মসূচি (এসএএসজিপি) এর জন্য আবেদনপত্র আহ্বান করছে।  এ প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ও আরও চারটি দক্ষিণ এশীয় দেশের যোগ্য নাগরিক সমাজ সংগঠনকে (সিএসও) ক্ষুদ্র মঞ্জুরি দেওয়া হবে।

উন্মুক্ত এই মঞ্জুরিটি চারটি মূখ্য বিষয়বস্তুর ভিত্তিতে গুরুত্বপূর্ণ সুশাসন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে সহায়তা যোগাবে।  বিষয়গুলো হচ্ছে: সরকারি খাতের জবাবদিহি ও স্বচ্ছতা বৃদ্ধি করা, আইনের শাসন জোরদার করা, এসব প্রচেষ্টায় নাগরিক সমাজ ও মিডিয়ার অংশগ্রহণ বৃদ্ধি করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনকে জোরদার করা।

একটি স্বাধীন ও উন্মুক্ত দক্ষিণ এশিয়া গড়ে তোলার বৃহত্তর লক্ষ্যে চালিত এসএএসজিপি প্রোগ্রাম সুশাসনের প্রধান ক্ষেত্রগুলোতে নাগরিক সমাজের নেতৃত্বে পরিচালিত নীতিগত সংস্কার, গঠনমূলক অংশগ্রহণ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।  এছাড়া এটি এ অঞ্চলের প্রধান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করা ও এগুলোকে প্রভাবিত করার ব্যাপারে নাগরিক সমাজের সুযোগ বৃদ্ধি করবে।  সেইসঙ্গে সুশাসন খাতে দীর্ঘমেয়াদি সংস্কারের কাজ কার্যকরভাবে এগিয়ে নিতে নাগরিক সমাজের সংগঠনগুলোর সক্ষমতা বাড়াবে।  এর মধ্যে পড়বে সুশাসন ও সক্ষমতার চ্যালেঞ্জ মোকাবেলায় নাগরিক সমাজের শক্তিগুলোর সক্ষমতা গড়ে তোলায় সহায়তা করা এবং সুশাসন এগিয়ে নেওয়া ও নিজেদের উন্নয়নে মঞ্জুরি পাওয়া সহযোগী সংগঠনগুলোকে বিশেষজ্ঞ জ্ঞান, পরামর্শ ও সুনির্দিষ্ট কৌশল দিয়ে সাহায্য করা। আবেদনপত্র আহ্বান শুরু হয়েছে ১৫ মার্চ এবং তা শেষ হবে ২৯ এপ্রিল, ২০২০।

আগ্রহী বাংলাদেশি সিএসওগুলোকে অবশ্যই ২৯ এপ্রিল, ২০২০ তারিখে বা তার আগে স্থানীয় সময় বিকেল ৫ টার মধ্যে sasgp.bg@asiafoundation.org এই ঠিকানায় আবেদনের নথিপত্র পাঠাতে হবে।  এসএএসজিপি সম্পর্কে এশিয়া ফাউন্ডেশনের ঘোষণা দেখা যাবে এখানে: https://asiafoundation.org/2020/03/15/the-asia-foundation-announces-call-for-proposals-for-the-south-asia-small-grants-program/ এবং https://asiafoundation.org/wp-content/uploads/2020/03/SASGP-Call-for-Proposals-Flyer.pdf.

আবেদনকারীদের জন্য পরামর্শ, মঞ্জুরির আবেদন ফর্ম, প্রকল্পের ধারণার নোট টেমপ্লেট এবং প্রকল্প বাজেটের টেমপ্লেটসহ (ইংরেজি এবং বাংলায়) আবেদন সংক্রান্ত তথ্যাবলী এখানে পাওয়া যাবে: https://asiafoundation.org/publication/sasgp-application-materials-bangladesh-english/.

এশিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার সরকার ও নাগরিক সমাজ উভয়েরই অংশীদার হিসেবে কাজ করছে।  এটি আরও কার্যকর ও সাড়াদায়ী শাসন প্রতিষ্ঠার উদ্যোগে সহায়তা করে যা কিনা ন্যায়বিচারকে সম্প্রসারিত করে, সামাজিক ও অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করে আর এগিয়ে নেয় শান্তি ও নিরাপত্তাকে।