এই পেজে আপনি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করার কথা বিবেচনা করছে বাংলাদেশের এমন কোম্পানিগুলো সম্পর্কে প্রাপ্য তথ্যের তাৎক্ষণিক বিবরণ এবং কিভাবে শুরু করবেন সে বিষয়ে কিছু পরামর্শ পাবেন। হালনাগাদ তথ্য পেতে আসন্ন বাণিজ্য অনুষ্ঠানসমুহ পেজ ভিজিট করুন।
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ
সিলেক্টইউএসএ তৈরি করা হয়েছে আমাদের দেশের কর্মকাণ্ডের পরিপূরক হিসেবে – যা যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি।
শুরু করা
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র সরকারের সম্পদসমুহকে কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে জানতে বাংলাদেশের বিনিয়োগকারীরা নিম্নোক্ত পদক্ষেপগুলো নিতে পারেন:
১. আপনার আগ্রহ ও চাহিদা নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের দূতাবাসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
২. যুক্তরাষ্ট্রে বিনিয়োগ সম্পর্কে সাধারণ তথ্য পেতে সিলেক্টইউএসএ ওয়েবসাইট ভিজিট করুন। ব্যবসা ও বিনিয়োগের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র যেসব সুবিধা দিয়ে থাকে, সিলেক্টইউএসএ সেগুলো তুলে ধরার চেষ্টা করে। একটি বিস্তৃত অভ্যন্তরীণ বাজার থেকে শুরু স্বচ্ছ আইনি ব্যবস্থা ও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী কোম্পানিসমুহ পর্যন্ত আমেরিকা হলো বাণিজ্য করার উপযুক্ত স্থান। এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন অঙ্গরাজ্য ও টেরিটোরির দেওয়া বাণিজ্য প্রণোদনা ঘেঁটে দেখতে পারেন।
৩. অঙ্গরাজ্য সরকারগুলোর তথ্য জানতে নিটকবর্তী অ্যাসোসিয়েশন অব স্টেট অফিসেস ওভারসিজ-এর অফিসে যোগাযোগ করুন।
ভিসা
বিজনেস ভিসা সংক্রান্ত বিশদ তথ্য জানতে অনুগ্রহ করে ভিজিট করুন travel.state.gov/visa/ ওয়েবসাইট।