সংবাদ বিবৃতি
সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন
জানুয়ারি ৩১, ২০২১
বার্মার সামরিক বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু কি ও সুশীল সমাজ নেতৃবৃন্দসহ একাধিক সরকারী বেসামরিক নেতার গ্রেফতারের খবরে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছে। আমরা বার্মার সামরিক নেতাদেরকে সকল সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজ নেতাকে মুক্তি দিয়ে গত ৮ নভেম্বর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে প্রকাশিত বার্মার জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানোর আহ্বান জানাই। যুক্তরাষ্ট্র বার্মার জনগণের গণতন্ত্র, স্বাধীনতা, শান্তি ও উন্নয়ন বিষয়ক আকাঙ্ক্ষার সাথে আছে। সামরিক বাহিনীকে অবশ্যই অবিলম্বে এসব পদক্ষেপ প্রত্যাহার করতে হবে।