বাংলাদেশী ফুলব্রাইট প্রাক্তন শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম প্রধান আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচি “ফুলব্রাইট”-এর ৭৫তম বার্ষ

ফুলব্রাইট প্রোগ্রামের ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশী ফুলব্রাইট প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যৌথভাবে যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা বিনিময় কর্মসূচির সকল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে “ফুলব্রাইটের ৭৫ বছর উদযাপন: আগামীর পথে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ যৌথ পথচলা” শীর্ষক দুই দিনের এক ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করেছে।

ঢাকা, অক্টোবর ২৮, ২০২১

— যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ ফুলব্রাইট প্রোগ্রামের ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত দুই দিনের ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত শিক্ষা বিনিময় কর্মসূচির শত শত প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান (ফুলব্রাইট স্কলার, ২০০২) ২৭ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং সাবেক রাষ্ট্রদূত ড. দেবপ্রিয় ভট্টাচার্য (ফুলব্রাইট স্কলার, ২০০৪) ২৮ অক্টোবর ফুলব্রাইট দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন।

“ফুলব্রাইট প্রোগ্রামের মাধ্যমে আপনারা যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী শিক্ষার্থী, স্কলার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তুলেছেন এবং বাংলাদেশে ফিরে এসে আপনারা আপনাদের অর্জিত জ্ঞান ও ধারণাগুলো বিনিময় করেছেন ও কাজে লাগিয়েছেন,” রাষ্ট্রদূত মিলার বাংলাদেশী ফুলব্রাইটদের উদ্দেশ্যে বলেছেন।

সমাপনী অধিবেশনে মিজ লাফেভ বলেছেন, “আন্তর্জাতিক শিক্ষা বিনিময় আমাদের দেশ ও জনগণ উভয়েরই উপকারে লাগছে এবং বুদ্ধিবৃত্তিক ও আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া জোরদার করছে। একইসঙ্গে পেশাজীবীদের নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করছে এবং বিশ্বের কঠিনতম চ্যালেঞ্জগুলো মোকাবেলায় শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে উঠতে সাহায্য করছে।”

সিনেটর জে. উইলিয়াম ফুলব্রাইট এর উদ্যোগে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ফুলব্রাইট প্রোগ্রাম যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কার্যক্রম যা যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বের দেশগুলোর মানুষের-সাথে-মানুষের বন্ধন ও শিক্ষাগত যোগসূত্র জোরদার ও প্রসারিত করে চলেছে। বাংলাদেশের ফুলব্রাইট প্রাক্তন শিক্ষার্থী সম্প্রদায় ফুলব্রাইট প্রোগ্রামের ৭৫ বছরের মাইলফলক উদযাপনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের বিনিময় কর্মসূচির সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রতিপাদ্য হলো: “প্রভাব/ফল: বৈশ্বিক কর্ম, সুযোগ আর সংযোগের ৭৫ বছর।” ফুলব্রাইট শিক্ষা বিনিময় কার্যক্রমের অধীনে ৬৫০ জনেরও বেশি বাংলাদেশী যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন এবং ২৫০ জনেরও বেশি আমেরিকান বাংলাদেশে গবেষণা করেছেন এবং/অথবা শিক্ষা দিয়েছেন। উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বিশ শতকের বিখ্যাত অবকাঠামো প্রকৌশলী (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার) ও স্থপতি ড. ফজলুর রহমান খান, যিনি ১৯৫২ সালে আরবানা-চ্যাম্পেইনের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফুলব্রাইট বৃত্তি পেয়েছিলেন।

দুই দিনের ভার্চুয়াল সম্মেলনে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত শিক্ষা বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ৪০০০ এরও বেশি বাংলাদেশী প্রাক্তন শিক্ষার্থী ১৬টি আকর্ষণীয় অধিবেশনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, কৃষি, সামাজিক লিঙ্গ সমতা, উচ্চ শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ঐতিহাসিক পর্যালোচনা-সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।

ফুলব্রাইট প্রোগ্রামের ৭৫তম বার্ষিকী সম্পর্কে আরো জানতে দেখুনhttps://fulbright75.org/.

বাংলাদেশের ফুলব্রাইট দিবস সম্পর্কে আরো জানতে দেখুন: https://fulbright75.org/event/fulbright-day-bangladesh/.

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম সম্পর্কে আরো তথ্য পেতে দেখুন: https://foreign.fulbrightonline.org/about/foreign-student-program.

ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রাম সম্পর্কে আরো তথ্য পেতে দেখুন: https://foreign.fulbrightonline.org/about/flta-program.

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত অন্যান্য বিনিময় কর্মসূচি সম্পর্কে জানতে দেখুনhttps://bd.usembassy.gov/education-culture/student-exchange-programs/.

###