কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ কর্মসূচিতে আবেদন করুন!
কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কর্মসূচি–এর মাধ্যমে স্নাতক শ্রেণিতে পাঠরত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গিয়ে একবছরের জন্য একটি আমেরিকান কমিউনিটি কলেজে ভর্তি হওয়ার মধ্য দিয়ে জীবনমুখী শিক্ষায় কারিগরি দক্ষতা বৃদ্ধির সুযোগ পান, তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা বাড়ে ও ইংরেজি ভাষার দক্ষতা জোরদার হয় এবং তারা পেশাদার ইন্টার্নশিপ এবং কমিউনিটি সার্ভিসসহ দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজে যুক্ত হওয়ার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে পারেন। তবে এই জন্য তারা কোন আনুষ্ঠানিক ডিগ্রি পান না। কারণ সিসিআইপি একটি নন–ডিগ্রি–আর্নিং প্রোগ্রাম।
আবেদন করার শেষ তারিখ: ১১ জানুয়ারি ২০২১, সোমবার, বাংলাদেশ সময় বিকেল ৪:৩০ মিনিট
ঢাকা, ডিসেম্বর ৭, ২০২০ — ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস আনন্দের সাথে জানাচ্ছে যে, কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কর্মসূচির অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বাংলাদেশের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের জন্য আমেরিকাতে থাকার জন্য কোন একটি আমেরিকান কমিউনিটি কলেজে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। গত ২০১৩ সাল থেকে প্রায় ৫৫ জন বাংলাদেশী শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ কর্মসূচির অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রব্যাপী কমিউনিটি কলেজগুলোতে ফলিত প্রকৌশল, কৃষি, ব্যবসা ব্যবস্থাপনা ও প্রশাসন, প্রারম্ভিক শিশু শিক্ষা, তথ্য প্রযুক্তি, মিডিয়া/গণমাধ্যম, জন–নিরাপত্তা, এবং পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আবেদন করার শেষ তারিখ সোমবার, জানুয়ারি ১১ , ২০২১, বাংলাদেশ সময় বিকেল ৪:৩০ মিনিট।
এই কর্মসূচির উদ্দেশ্য হলো প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের নেতৃত্বের সামর্থ্য ও ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আমেরিকান সংস্কৃতি সম্পর্কে তাদের ধারণা ও বোঝাপড়া আরো স্বচ্ছ ও গভীর করা। আরো আশা করা হচ্ছে যে, শিক্ষার্থীরা তাদের পাঠ্য বিষয় বহির্ভূত কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় কমিউনিটির একজন সদস্য হিসেবে কমিউনিটির বিভিন্ন ধরনের কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক প্রকল্পগুলোতে সক্রিয়ভাবে অংশ নেবে। এই কর্মসূচির শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশে ফিরে গিয়ে যুক্তরাষ্ট্র থেকে অর্জিত তাদের নতুন দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের নিজ নিজ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখবে।
যদিও এই কর্মসূচিটি নন-ডিগ্রি-আর্নিং কিন্তু শিক্ষার্থীরা দুই সেমিস্টারের জন্য পূর্ণ ক্রেডিট/নাম্বার পাবে এবং ইন্টার্নশিপের মাধ্যমে তারা তাদের পঠিত বিষয়ের উপর হাতে-কলমে-কাজ করার বা ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করবে। এছাড়াও শিক্ষার্থীরা তাদের পঠিত বিষয় ও শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের উপর ভিত্তি করে তাদের অধ্যয়নের বিষয়ের উপর একটি একাডেমিক সার্টিফিকেট/শিক্ষা সনদও পেতে পারে।
সিসিআই কর্মসূচিতে আবেদনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের/প্রার্থীদের অবশ্যই নিচে উল্লেখিত যোগ্যতাসমূহ এবং দূতাবাসের ওয়েবসাইটে এই কর্মসূচির জন্য বর্ণিত মানদণ্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে:
- বাংলাদেশী নাগরিক এবং দ্বৈত নাগরিকত্ব নেই কিংবা যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশের স্থায়ী বাসিন্দা নন;
- বয়স কমপক্ষে ১৮ বছর;
- পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে;
- এইচএসসি/এ-লেভেল উত্তীর্ণ হতে হবে কিংবা বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী হতে হবে;
- ইংরেজি ভাষায় বলতে ও লিখতে পারদর্শিতা থাকতে হবে, এবং আইবিটি টোফেল স্কোর কমপক্ষে ৬৫-৭১ হতে হবে কিংবা আইইএলটিএস স্কোর ৬.০ হতে হবে। যদি আপনি ইতোমধ্যে টোফেল কিংবা আইইএলটিএস পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনার আবেদনপত্রের সাথে আপনার স্কোরের কাগজপত্র জমা দিন। উল্লেখ্য যে, আবেদনকারীর ইংরেজি পরীক্ষার স্কোর থাকা নির্বাচন প্রক্রিয়ায় অগ্রাধিকার/সুবিধা পাবে;
- এইচএসসি/এ-লেভেল পরীক্ষায় কমপক্ষে গড়ে বি+ থাকতে হবে, এবং কোন বিষয়ে ফেল থাকা যাবে না;
- কর্মসূচি শেষে বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং জে ক্যাটাগরি ভিসার শর্ত পূরণ করার জন্য দুই বছর নিজ দেশে অবস্থান করতে হবে;
- নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করতে হবে;
- যুক্তরাষ্ট্রে আগে লেখাপড়া করার কিংবা ভ্রমণ করার অভিজ্ঞতা নেই;
- নিবিড় শিক্ষা কার্যক্রম, কমিউনিটি সেবা ও শিক্ষামূলক ভ্রমণে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ব্যাপারে পূর্ণ ইচ্ছা ও সামর্থ্য থাকতে হবে;
- ক্যাম্পাসের জীবনযাপনের ব্যাপারে সহজ ও স্বাচ্ছন্দ্যময় হতে হবে, অন্যের সাথে রুম ভাগাভাগি করে থাকার ব্যাপারে মানসিক প্রস্তুতি থাকতে হবে এবং নিজ দেশের থেকে ভিন্ন সংস্কৃতি ও সামাজিক বিষয়গুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ব্যাপারে সচেষ্ট হতে হবে;
- দায়িত্বশীল, স্বাধীন, আত্মবিশ্বাসী, মুক্তমনা, সহনশীল, চিন্তাশীল ও অনুসন্ধিত্সু হতে হবে; এবং
- ২০২১ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে যোগ দেয়ার প্রস্তুতি থাকতে হবে।
আবেদন করার বিস্তারিত জানতে দেখুন: https://bd.usembassy.gov/bn/ccip-24573-bn/
কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কর্মসূচি সম্পর্কে আরো জানতে দেখুন: https://exchanges.state.gov/non-us/program/community-college-initiative-program.