আপনি কি ইংরেজি ভাষা শিক্ষক? আপনি কি গণমাধ্যম সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বাড়াতে ইংরেজি শেখাতে চান?

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র অর্থায়নে বিনামূল্যে অনলাইন কোর্স

১৬ জুলাই ২০২১-এর মধ্যে নিবন্ধন করুন এবং ২৬ জুলাই ২০২১-এর মধ্যে কোর্সের কাজ শেষ করুন।

ঢাকা, ২ মে ২০২১ – যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট ”গণমাধ্যম বিষয়ে শিক্ষকদের জ্ঞান বৃদ্ধির জন্য ইংরেজি” শীর্ষক বিনামূল্যের একটি ব্যাপকভিত্তিক উন্মুক্ত অনলাইন কোর্সের (MOOC) পৃষ্ঠপোষকতা করছে। কোর্সটির পরিকল্পনা করা হয়েছে বিদেশী ভাষা হিসেবে ইংরেজী শিখছেন এমন শিক্ষার্থীদেরকে পাঠদানের জন্য বিদেশী ভাষা হিসেবে ইংরেজি শেখাচ্ছেন এমন শিক্ষকদের কাছে গণমাধ্যম সম্পর্কিত তত্ত্ব ও চর্চাগুলো তুলে ধরার উদ্দেশ্যে। তথ্যমূলক ভিডিও ও পাঠের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকেরা গণমাধ্যম বিষয়ে গুরুত্ব বজায় রেখে বিভিন্ন বয়সের ও ইংরেজিতে পারদর্শিতার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখাতে পারবেন। তাছাড়া, অংশগ্রহণকারীরা তাঁদের শিক্ষা উপকরণগুলো নিজ শিক্ষায়তনে গণমাধ্যম বিষয়ে শিক্ষাদানে আগ্রহী সহকর্মীদের সাথে আদান-প্রদান করতে পারবেন। এই MOOC কোর্সটি স্বয়ংক্রিয়, অর্থাৎ অংশগ্রহণকারীরা কোন প্রশিক্ষকের সঞ্চালনা ছাড়াই স্বাধীনভাবে এর পাঠ গ্রহণ করতে পারবেন। কোর্সটির পাঠদান করছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র অনলাইন প্রফেশনাল ইংলিশ নেটওয়ার্ক (OPEN) কার্যক্রম এবং এটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবিক উন্নয়ন সংস্থা FHI 360।

এখন নিবন্ধন চলছে। অংশগ্রহণেচ্ছুরা আগামী ০৪ জুন ২০২১ পর্যন্ত এই কোর্সে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর এই কোর্সের পাঠ নিতে আপনারা দিনে বা রাতে যেকোন সময় লগ-ইন করতে পারবেন। কোর্সের সবগুলো পাঠ অবশ্যই আগামী ১৩ জুন ২০২১ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। শতকরা ৭০ ভাগ বা তার বেশি স্কোর নিয়ে আবশ্যক কার্যক্রম সম্পন্নকারীরা একটি ডিজিটাল ব্যাজ ও সনদপত্র পাবেন। ”গণমাধ্যম বিষয়ে শিক্ষকদের জ্ঞান বৃদ্ধির জন্য ইংরেজি” শীর্ষক MOOC কোর্সটি মাতৃভাষা ইংরেজি নয় এমন ইংরেজি ভাষাভাষী প্রাপ্তবয়স্ক ইংরেজি শিক্ষক ও শিক্ষা পেশাজীবীদের মধ্যে পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহীদের জন্য প্রণয়ন করা হয়েছে।

কোর্স শেষে অংশগ্রহণকারীরা, কীভাবে শিক্ষার্থীরা ইংরেজিতে গণমাধ্যম বিষয়ক তথ্য খুঁজে বের করবে এবং বিশ্লেষণ, মূল্যায়ন ও যোগাযোগ করতে পারবে সে বিষয়ে শিক্ষাদান পদ্ধতি ও কলাকৌশল ব্যবহারে সক্ষম হবেন। তাঁরা শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার সকল ক্ষেত্র যেমন, সত্যাসত্য পরীক্ষা, নির্ভরযোগ্য উৎস সনাক্তকরণ ও পক্ষপাত অনুধাবনসহ সক্রিয় অনুসন্ধান ও বিশ্লেষণী চিন্তা উৎসাহিত করতে পারবেন। সচেতন ও সক্রিয় শিক্ষার্থী ও নাগরিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষামূলক চর্চা প্রসারের ক্ষেত্রেও গণমাধ্যম ব্যবহারে সক্ষম হবেন অংশগ্রহণকারীরা। এছাড়াও অনলাইনে নির্ভরযোগ্য উৎস খুঁজে বের করা, সেগুলোকে বিদেশী ভাষা হিসেবে ইংরেজী ব্যবহারকারী শ্রেণীকক্ষের জন্য উপযোগী করে নেয়ার উপায় এবং গণমাধ্যম বিষয়ে শিক্ষাদানের মূল কলাকৌশল সম্পর্কে সহ-শিক্ষকদেরকে পরামর্শ দেয়ার কৌশলও শিখতে পারবেন তাঁরা।

এই কোর্সে নিবন্ধনের জন্য এই ওয়েবসাইট দেখুন: https://www.canvas.net/browse/fhi-pd/courses/english-for-media-literacy-for-educators

বাংলাদেশী ও আমেরিকানদের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া উৎসাহিত করতে ”গণমাধ্যম বিষয়ে শিক্ষকদের জ্ঞান বৃদ্ধির জন্য ইংরেজি” শীর্ষক MOOC কোর্সটি এ বছর বাংলাদেশে যুক্তরাষ্ট্র মিশনের সহায়তাপ্রাপ্ত কর্মসূচিগুলোর অন্যতম।

অনলাইন প্রফেশনাল ইংলিশ নেটওয়ার্ক (OPEN) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র একটি উদ্যোগ। এর উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী শিক্ষকদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন এবং আমেরিকান ও অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া জোরদার করা।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র অনলাইন প্রফেশনাল ইংলিশ নেটওয়ার্ক (OPEN) প্রদত্ত অন্যান্য MOOC কোর্স বিষয়ে আরো তথ্যের জন্য দেখুন: https://www.openenglishprograms.org/MOOC.

###