Flag

An official website of the United States government

আমেরিকান কর্নার চট্টগ্রাম
দ্বারা
2 পড়ার সময়

পরিচিতি

আমেরিকান সেন্টার চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে ‘আমেরিকান কর্নার’ মিনি লাইব্রেরির ব্যবস্থাপনা করে। ‘আমেরিকান কর্নার’-এ যুক্তরাষ্ট্র বিষয়ে মৌলিক রেফারেন্স উপকরণ, ইন্টারনেট টার্মিনাল, ভিডিও দেখার ব্যবস্থা, ইংরেজি ভাষা বিষয়ক টেপ ইত্যাদি সুযোগ-সুবিধা আছে। পাশাপাশি আছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য গাইডবই যার সংগ্রহটি ক্রমেই বড় হচ্ছে। চট্টগ্রামের আমেরিকান কর্নারটি স্থাপিত হয় ২০০৩ সালে, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে।

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর চট্টগ্রাম কেবল দেশের প্রধান বন্দরই নয়, এ শহরের আছে নিজস্ব ভিন্নধর্মী, প্রাণবন্ত সংস্কৃতি। চট্টগ্রামের বড় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনেকগুলোই জাহাজ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কাজ করে। এ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিকভাবেই যোগাযোগ গড়ে উঠেছে এ শহরের। চট্টগ্রাম অঞ্চলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহী হওয়ার পেছনের কারণগুলো হচ্ছে বাণিজ্য, যোগাযোগ নেটওয়ার্ক, আন্তঃসীমান্ত ইস্যু, স্বাস্থ্য, পরিবেশ ও নিরাপত্তা।

চট্টগ্রামেই আয়োজিত হয়েছিল দক্ষিণ এশিয়ার প্রথম ‘আমেরিকা উইক’। সেটি ছিল এক দারুণ সাফল্য। হাজারো মানুষ ওই আয়োজনের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছিলেন। সেখানে তারা চট্টগ্রামের অধিবাসীদের জন্য যুক্তরাষ্ট্র ও এর দূতাবাসের কী কী সেবা আছে সে সম্পর্কে জানেন। তৎকালীন রাষ্ট্রদূত ম্যারি অ্যান পিটার্সের জোরদার ও প্রাণবন্ত সমর্থনের সুবাদে ‘আমেরিকা উইক’-এ বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শিক্ষার্থীদের পরামর্শদান, খবরাখবর সংক্রান্ত অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিষয়ের ওপর তথ্য বুথ এবং কয়েকটি নৈশ ও মধ্যাহ্নভোজ। চট্টগ্রামের বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এসবের লক্ষ্য। চট্টগ্রাম ‘আমেরিকা উইক’ আয়োজনে স্থানীয় এনজিও এবং ইউএসএআইডি ছিল গুরুত্বপূর্ণ সহযোগী। চট্টগ্রামে এ অনুষ্ঠানের সাফল্যের ওপর ভিত্তি করে পরে সিলেট ও রাজশাহীতে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমেরিকান কর্নারগুলো যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারের তথ্য ও প্রচার কেন্দ্র হিসেবে কাজ করে। এখানে এলে আপনারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন দিক তুলে ধরা অনেক বই, জার্নাল, সাময়িকী, ভিডিও ও সিডি রম পাবেন। আমরা চট্টগ্রামের বাসিন্দাদের আমেরিকান কর্নারে এসে এখানকার সেবা নেওয়ার জন্য আমন্ত্রণ জানাই।

দ্বারা

যোগাযোগ করুন

আমেরিকান কর্নার চট্টগ্রাম
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
১২ জামাল খান রোড, চট্টগ্রাম ৪০০০
ফোন: (৮৮০) (৩১) ৬২২ ৯৪৬, ৬৩ ৬৪ ৮৪
ফ্যাক্স: (৮৮০) (৩১) ৬১১ ২৬৩
ইমেইল:  americancorner.ctg@gmail.com
সময়:  রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা