যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে আমেরিকার নাগরিকদের প্রতি রাষ্ট্রদূত মিলারের বার্তা

“আজ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্রের জন্মের ২৪৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে আমেরিকার নাগরিক এবং এখানকার ও পৃথিবীর নানা প্রান্তে অবস্থানরত শুভাকাঙ্খীদের সাথে মিলিত হয়েছে। এই প্রতিকূল সময়ে আমরা আমেরিকা প্রতিষ্ঠার মূলমন্ত্র পুনর্নিশ্চিত করছি – সকলকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে, এবং জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান সবার অধিকার। আমাদের জীবনে এই আদর্শগুলো এবং “এ প্লুরিবাস উনুম” অর্থাৎ “অনেকের ভিতরে এক” এর প্রতিফলন ঘটাতে অবশ্যই আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।আমাদের বৈচিত্র্য বরাবরই এবং অবশ্যই আমাদের শক্তির উৎস হিসাবে পরিচালিত হয়। শুভ ৪ঠা জুলাই।” – রাষ্ট্রদূত মিলার