ইউএসএআইডি-এর অর্থায়নে পরিচালিত নগর খাদ্য কর্মসূচি প্রকল্পের আওতায় ডব্লিউএফপি এবং ব্র্যাকওয়ার্ল্ড ঢাকা শহরের সুবিধাবঞ্চিত বিভিন্ন এলাকায় #কোভিড১৯ এ ক্ষতিগ্রস্ত দরিদ্র বাসিন্দাদের সহায়তা করায় তাদের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। কল্যাণপুরে দরিদ্র মানুষদের বসবাস এলাকায়ও এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছিল। এই অবস্থার মধ্যেই সম্প্রতি ত্রুটিযুক্ত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে কল্যাণপুরে ৪১টি ঘর ও ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়, যার মধ্যে ৩১টি পরিবার ইউএসএআইডি-র খাদ্য সহায়তার গ্রহীতা। ডব্লিউএফপি ক্ষয়ক্ষতি নিরূপণ করার পর রাষ্ট্রদূত মিলার অংশীদারদের সঙ্গে নিয়ে এলাকাটি পরিদর্শন করেন এবং আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে 🇺🇸 ও 🇧🇩 সরকারের দেয়া খাদ্য, পানি, রান্নার সরঞ্জাম, মোবাইল টয়লেট, স্বাস্থ্যসেবা, পোশাক ও নগদ অর্থসহ ত্রাণ সহায়তা কার্যক্রম দেখেন।
