সুপ্রিম কোর্টের আইকনিক বিচারপতি রুথ বেইডর জিন্সবার্গের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের দেশের সর্বোচ্চ আদালতে দায়িত্ব পালনকারী দ্বিতীয় নারী ব্যক্তিত্ব, ২৭ বছর নিবেদিত সেবাদানের পর ১৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। আমরা তার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি। ন্যায় বিচার এবং সম অধিকার প্রতিষ্ঠায় তার নিবেদিত কর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে। আমরা তাঁর কর্মের প্রতি চিরকৃতজ্ঞ। শান্তিতে বিশ্রাম নিন, আরবিজি।
