আপনি শান্তিতে ঘুমান জন লুইস। নাগরিক অধিকারের প্রতীক । কংগ্রেসের বড় নেতা। “গুড ট্রাবল” বা ভালোর জন্য গোলযোগের প্রবক্তা । একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ও আদর্শ । একজন নিপাট ভদ্রলোক যিনি সাহস, নীতি ও কৃপার সম্মিলনে পরিবর্তনের পুরোধা ছিলেন । আমেরিকার সেরা সবকিছুই তার মধ্যে ছিল।
