কংগ্রেসম্যান ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা জন লুইসের প্রয়াণে রাষ্ট্রদূত মিলারের শোক

Rep. John Lewis, D-Ga., poses for a photograph under a quote of his that is displayed in the Civil Rights Room in the Nashville Public Library Friday, Nov. 18, 2016, in Nashville, Tenn. Lewis will be honored this weekend in Nashville, where the civil rights leader once organized sit-ins at the city'

আপনি শান্তিতে ঘুমান জন লুইস। নাগরিক অধিকারের প্রতীক । কংগ্রেসের বড় নেতা। “গুড ট্রাবল” বা ভালোর জন্য গোলযোগের প্রবক্তা । একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ও আদর্শ । একজন নিপাট ভদ্রলোক যিনি সাহস, নীতি ও কৃপার সম্মিলনে পরিবর্তনের পুরোধা ছিলেন । আমেরিকার সেরা সবকিছুই তার মধ্যে ছিল।