চট্টগ্রামের আমেরিকান কর্নার, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং আমিন কলোনিতে আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাষ্ট্রদূত মিলার। চট্টগ্রামে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং বোঝাপড়া এগিয়ে নিতে আয়োজিত ‘অপারেশন মনোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠানেও যোগ দেন।
ঢাকা, ১১ , ২০২০– যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশি জনগণের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরদার করতে ৮-১০ই মার্চ চট্টগ্রাম সফর করেন। তিনি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-বাংলাদেশ ত্রিপক্ষীয় স্পেশাল অপারেশন্স এক্সচেঞ্জ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানেও অংশ নেন যার লক্ষ্য ছিল সংশ্লিষ্ট তিন সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি করা।
আন্তর্জাতিক নারী দিবসের পরদিন, ৯ই মার্চ রাষ্ট্রদূত মিলার চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) যান যেখানেযুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান কর্নার অবস্থিত। রাষ্ট্রদূত সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং তারা আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে আমেরিকান কর্নারে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। ৪০ জন নারী শিক্ষার্থী, যুক্তরাষ্ট্রের সাবেক এক্সচেঞ্জ শিক্ষার্থী, গার্লস ক্লাব সদস্য, শিক্ষকবৃন্দ এবং নারী অধিকার কর্মীরা এতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত মিলার জাতিসংঘের নারী দিবসের এ বছরের মূল ভাব “আমি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা?” এর ওপর বক্তব্য দেন। তিনি বৈষম্য, কুসংস্কার এবং অসাম্যমুক্ত বিশ্বকে এগিয়ে নিতে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের ওপর বক্তব্য দেন। এ সব লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করতে যুক্তরাষ্ট্র ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ৪ জন বাংলাদেশীসহ বিশ্বব্যাপী যে ১৩০ জনের বেশি সাহসী নারীকে স্বীকৃতি দিয়ে আসছে তা তুলে ধরেন মিলার।
রাষ্ট্রদূত মিলার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ও পরিদর্শনে যান। সেখানে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে দেখা করেন। রাষ্ট্রদূত ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য ছাত্রনেতাদের মধ্যাহ্নভোজ করেন। এইউডব্লিউতে বর্তমানে এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ ১৯ টি দেশের প্রায় ৯০০ জন শিক্ষার্থী রয়েছে যারা পড়াশোনায়, পড়াশোনার বাইরে ও ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনায় উজ্জ্বল ।
রাষ্ট্রদূত মিলার আমিন কলোনিতে ২৫ জন স্থানীয় নারী এবং তাদের শিশুদের সঙ্গে “উজ্জীবন” আয়োজিত একটি কমিউনিটি স্ক্রিনিং অনুষ্ঠানেও যোগ দেন। ইউএসএআইডির সহায়তায় “উজ্জীবন” স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে উচ্চমানের মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং টিবি মোকাবেলার সেবা দিয়ে থাকে। “উজ্জীবন” এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তাগুলো পৌঁছে দিতে কমিউনিটি স্ক্রিনিং সেশনের আয়োজন করে। নিয়মিতভাবে গণমাধ্যমের সেবা পাওয়ার সুযোগ নেই এমন গ্রামীণ ও অসহায় জনগোষ্ঠীই এ কর্মসূচির লক্ষ্য।
১০ ই মার্চ রাষ্ট্রদূত মিলার বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় ”স্পেশাল অপারেশন্স এক্সচেঞ্জ”এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। ১৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় বঙ্গোপসাগর অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অতি প্রয়োজনীয় এ এক্সচেঞ্জটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশি সামরিক সহযোগীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে এগিয়ে নেয়। এ এক্সচেঞ্জ একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের তিন দেশের অঙ্গীকারেরও প্রমাণ।
চট্টগ্রামে রাষ্ট্রদূত মিলারের সফর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়াকে এগিয়ে নিতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি যা শক্তিশালী অংশীদারত্বকে উৎসাহিত করে এবং একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে সহায়তা করে।