যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত ইংলিশ অ্যাক্সেস মাইক্রো-স্কলারশিপ কার্যক্রমে অংশ নিচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে ২০০ নতুন শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত এই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের ইংরেজি ভাষা, বিশ্লেষণী চিন্তার সামর্থ্য এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে

ঢাকা, আগস্ট ১৬, ২০২৩ আজ, মঙ্গলবার, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট-এর অর্থায়নে পরিচালিত দুই বছরব্যাপী ইংলিশ অ্যাক্সেস মাইক্রো-স্কলারশিপ কার্যক্রমের নতুন ব্যাচের ২০০ জন ‘অ্যাক্সেস শিক্ষার্থী’-কে অভিনন্দন জানিয়েছেন।

ইতিবাচকভাবে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এই কার্যক্রমে অংশ নিতে আগ্রহী হওয়ায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের স্থানীয় মাদ্রাসা, সরকারি ও কারিগরি বিদ্যালয়ের ১০০ জন তরুণী ও ১০০ জন তরুণ শিক্ষার্থীর প্রশংসা করেন রাষ্ট্রদূত হাস। এ সময় তিনি ইংলিশ অ্যাক্সেস মাইক্রো-স্কলারশিপ কার্যক্রম বাস্তবায়নে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সাথে অংশীদারিত্ব করার জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার এবং জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

ইংলিশ অ্যাক্সেস মাইক্রো-স্কলারশিপ কার্যক্রমটি দুই বছরের নিবিড় কর্মসূচি যেখানে অংশগ্রহণকারী ১৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা নিজেদের ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর পাশাপাশি  আমেরিকার সংস্কৃতি সম্পর্কে জানা, বিষয়ভিত্তিক বিশ্লেষণমূলক চিন্তার দক্ষতা ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সুযোগ পায়। ফলে এখানে অংশ নেওয়া আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষার্থীরা পরবর্তীতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তুলনামূলক এগিয়ে যায়। ২০০৪ সালে শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১,৫০০ এরও বেশি বাংলাদেশী শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং বিশ্বের ৮৫টি দেশে এই কার্যক্রমের ১০০,০০০ এরও বেশি প্রাক্তন শিক্ষার্থী আছেন।

কার্যক্রমটি যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে আমেরিকা ও বাংলাদেশের জনগণের সম্পর্ক জোরদার ও দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সংযোগ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় শিক্ষার গুণগত মান বাড়ানো ও উদ্ভাবনী শিক্ষার সুযোগ তৈরির মধ্য দিয়ে বাংলাদেশী তরুণদের ক্ষমতায়ন করার অনেক প্রচেষ্টার মধ্যে একটি।

যুক্তরাষ্ট্র দূতাবাসের ইংরেজি ভাষার প্রোগ্রাম সম্পর্কে আরো তথ্য জানতে দেখুন: https://bd.usembassy.gov/education-culture/english-language-programs/.

অন্যান্য দূতাবাস এবং যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত শিক্ষার্থী বিনিময় সম্পর্কে জানতে দেখুন: https://bd.usembassy.gov/education-culture/student-exchange-programs/.

ইংরেজি ভাষা শেখার সুযোগ ও এই সংক্রান্ত শিক্ষা উপকরণের জন্য দেখুন: https://americanenglish.state.gov/ এবং ফেসবুক পাতা: https://www.facebook.com/AmericanEnglishatState.

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর অর্থায়নে পরিচালিত বিনামূল্যের ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (এমওওসি) সম্পর্কে আরো জানতে দেখুন: https://www.openenglishprograms.org/MOOC.