ঢাকা , জুলাই ২৯– আপনি কি জানতে চান, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে কী বলা হচ্ছে? অথবা আপনি কি অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা করার কথা বিবেচনা করছেন, এবং প্রাথমিক বিষয়গুলো জানতে চাচ্ছেন? এসপ্তাহে প্রকাশিত দুটি প্রতিবেদন আপনাকে তা জানাবে।
বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য ১৬০টি দেশ ও অর্থনীতিতে ব্যবসা করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ২০২২ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট । শুধু বাজার পরিস্থিতি নয়, সরকারগুলো কীভাবে আন্তর্জাতিক শ্রম মানদণ্ড অনুসরণ করে, দায়িত্বশীল ব্যবসায়িক কর্মকাণ্ডের সক্ষমতা গড়ে, দুর্নীতির বিরুদ্ধে লড়ে, এবং জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় প্রশমন ও অভিযোজনের জন্য নীতিমালা বাস্তবায়ন করে – তাও রয়েছে এই প্রতিবেদনগুলোতে।
বৃহস্পতিবার, রাত ১০টায় প্রকাশিত হয়েছে ২০২২ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট। পাবেন এখানে: https://www.state.gov/investment-climate-statements/
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের প্রকাশ করা বাংলাদেশ কান্ট্রি কমার্শিয়াল গাইডে বিশদভাবে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবসা করতে গেলে একটি কোম্পানিকে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে; সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অবিরাম আগ্রহের নয়টি খাতে তাৎপর্যপূর্ণ সম্ভাবনাগুলোও ব্যাখ্যা করা হয়েছে।
২০২২ সালের বাংলাদেশ কান্ট্রি কমার্শিয়াল গাইড এবং অন্যান্য দেশের গাইডগুলো পাবেন এখানে: https://www.trade.gov/ccg-landing-page.
বাংলাদেশি ও আন্তর্জাতিক সূত্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে দুটি রিপোর্ট প্রস্তুতের ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা রেখেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক বিভাগ ।