হুবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ কর্মসূচি মধ্য-পর্যায়ের দক্ষ ও মেধাবী পেশাজীবীদের জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রীবিহীন অধ্যয়নের সুযোগ নিয়ে এসেছে, যারা নেতৃত্বের গুণাবলীসমৃদ্ধ সম্ভাবনাময়, জনসেবার প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং যাদের স্বউদ্যোগে একটি স্বতন্ত্র ও ডিগ্রীবিহীন কার্যক্রমের পুরো সুযোগকে কাজে লাগানোর দক্ষতা আছে তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ: ৩ জুলাই ২০২১
ঢাকা, ৩১ মে ২০২১: ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দের সাথে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে হুবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ কর্মসূচির জন্য আবেদনপত্র আহ্বান করছে। এক বছরের অনন্য এই কর্মসূচিটি এনজিওসহ সরকারি ও বেসরকারি খাতে কর্মরত পেশাজীবী প্রার্থীদের জন্য উন্মুক্ত।
হুবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ কর্মসূচিটি যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট কার্যক্রমগুলোর অন্যতম, যার আওতায় মধ্য-পর্যায়ের মেধাবী পেশাজীবীগণ যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে এক বছরের ডিগ্রীবিহীন অধ্যয়ন কার্যক্রমে অংশ নিয়ে তাদের নেতৃত্বদানের দক্ষতার বিকাশ ও যুক্তরাষ্ট্রে অনুরূপ কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গের সাথে পেশাগত দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করেন। এই কর্মসূচি ভবিষ্যতের নেতৃত্ব ও নীতি-নির্ধারকদের যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও পেশাগত ক্ষেত্রগুলোর সাথে পরিচিত করার মাধ্যমে আমেরিকানদের সাথে বিদেশী পেশাজীবীদের একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করে।
নিম্নলিখিত সাধারণ বিষয়গুলোতে ফেলোশিপ দেয়া হচ্ছে: মানব ও প্রাতিষ্ঠানিক সামর্থ্য; অধিকার ও স্বাধীনতা; টেকসই ভূমি এবং সমৃদ্ধশালী সম্প্রদায়, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জনস্বাস্থ্য, ছোঁয়াচে রোগ ও শিক্ষা ব্যবস্থাপনা। ফেলোশিপের অধ্যয়নের বিষয় ও আবেদন করার যোগ্যতার মানদণ্ড বিষয়ে আরো তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট দেখুন https://bd.usembassy.gov/bn/26031-bn/ ।
হামফ্রে ফেলোশিপের আওতায় শিক্ষাসংক্রান্ত খরচ, ইংরেজি শিক্ষা কার্যক্রমের খরচ, থাকা-খাওয়ার জন্য মাসিক ভাতা, বীমা সুবিধা, বইপত্র ও শিক্ষা উপকরণ ভাতা, যাওয়া-আসার আন্তর্জাতিক বিমানভাড়া, পেশাগত কার্যক্রম যেমন মাঠপর্যায়ে যাতায়াত ও সম্মেলনে অংশগ্রহণ এবং ইন্টার্ণশিপ-সংশ্লিষ্ট ব্যয়ভার বহন করা হবে।
একজন আবেদনকারীকে আবেদনের জন্য প্রথমেই https://apply.iie.org/huberthhumphrey লিঙ্কে গিয়ে একটি IIE অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আবেদন ফরম ও প্রয়োজনীয় নথিপত্রসহ একটি পূর্ণাঙ্গ আবেদন প্যাকেজ জমা দিতে হবে।
ফেলোশিপ সম্পর্কে আরও তথ্যের প্রয়োজনে অনুগ্রহপূর্বক প্রফেশনাল অ্যাক্সচেঞ্জ প্রোগ্রাম ম্যানেজার মিজ সৈয়দা কাশফি চৌধুরী’র সাথে ইমেইলে যোগাযোগ করুন: ChowdhuryKS@state.gov