হোয়াইট হাউসে আসন্ন ঈদ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেন জুনিয়র’র বিবৃতি

১৪ মে ২০২১ – জিল ও আমি আগামী রবিবার হোয়াইট হাউসের ঈদ উদযাপনের জন্য উন্মুখ হয়ে আছি। সারা বিশ্বব্যাপী ঈদ উদযাপন দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। তবে আমরা জানি, এ বছর পবিত্র ভূমির পরিস্থিতি যুক্তরাষ্ট্রে আমাদের মুসলমান জনগোষ্ঠীসহ সর্বত্র মুসলমানদের জন্যই গভীর মনঃপীড়ার কারণ হয়েছে।

গাজার অধিবাসীরাসহ ফিলিস্তিনী ও ইজরাইলীদের সমান অধিকার আছে মর্যাদা, সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বাঁচার। কোন পরিবারেরই তাদের নিজ বাসগৃহে বা উপাসনাস্থলে নিজেদের নিরাপত্তা নিয়ে ভীত থাকার কথা নয়। আজকের সমাজে সংঘাতের ওপর ন্যূনতম নিয়ন্ত্রণ নেই যাদের, সেসব শিশুর ওপর সংঘাতসৃষ্ট মানসিক পীড়ন নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন।

আমার প্রশাসন ফিলিস্তিনী, ইজরাইলী ও আঞ্চলিক পর্যায়ের অন্যান্য সহযোগীদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অব্যাহতভাবে কাজ করবে।