রমজান মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্তা

President Biden speaks at an event in Jackson, MS standing in front of an American flag

এপ্রিল ১২, ২০২১ – জিল এবং আমার পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। রামাদান কারীম। (রমজান মোবারক)

আমাদের অনেক আমেরিকান সহকর্মী আগামীকাল থেকে রোজা রাখতে শুরু করবেন, আমরা জানি আমাদের জন্য এই বছরটা কতোটা কঠিন বছর ছিল। এই মহামারিতে বন্ধুবান্ধব ও প্রিয়জনেরা এখনো কোন উত্‌সবে কিংবা ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হতে পারেননি, এবং অনেক পরিবার তাদের প্রিয়জনকে ছাড়াই ইফতার করবেন।

তারপরও, আমাদের মুসলিম সম্প্রদায় নবায়িত প্রত্যাশা নিয়ে আত্মশুদ্ধির এই মাস শুরু করবেন। অনেকে তাদের জীবনে সৃষ্টিকর্তার উপস্থিতির বিষয়ে নিজেদের সচেতনতা বাড়াতে মনোযোগী হবেন, তাদের ধর্মের নির্দেশানুসারে অন্যের সেবার প্রতি তাদের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করবেন, এবং সৃষ্টিকর্তার যে নেয়ামত তারা ভোগ করছেন — স্বাস্থ্য, সুস্থতা ও জীবন — সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

আমাদের দেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই মুসলিম আমেরিকানরা আমাদের দেশের সমৃদ্ধিতে অবদান রেখে চলেছেন। তারা যে আমেরিকা তৈরিতে সহায়তা করছেন, নিজেরাও সেই আমেরিকার মতোই বিচিত্র ও প্রাণবন্ত। এখন, (আমেরিকান) মুসলমানরা আমাদের কোভিড-১৯ মোকাবেলা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন, ভ্যাকসিন তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছেন এবং সম্মুখসারির স্বাস্থ্যসেবাদানকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা উদ্যোক্তা ও ব্যবসায়ের মালিক হিসেবে কর্মসংস্থান তৈরি করছেন, প্রথম সাড়াদানকারী হিসেবে নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছেন, আমাদের স্কুলগুলোতে শিক্ষাদান করছেন, নিবেদিত সরকারি কর্মচারি হিসেবে দেশজুড়ে কাজ করছেন এবং জাতিগত সাম্য ও সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের চলমান সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছেন।

কিন্তু এখনো, মুসলিম আমেরিকানরা গালাগালি, অন্যায় ও ঘৃণার মতো অপরাধের শিকার হচ্ছেন। (তাদের সম্পর্কে) এই ধরনের পূর্ব-ধারণা এবং তাদের উপর আক্রমণ করা ভুল (কাজ)। যা অগ্রহণযোগ্য। এবং এগুলো অবশ্যই বন্ধ করা উচিত্‌। আমেরিকাতে কারো নিজের বিশ্বাস প্রকাশ করার ভয় থাকা উচিত্‌ নয়। এবং আমার প্রশাসন সকল মানুষের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করবে।

প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই আমি মুসলমানদের (আমেরিকা) ভ্রমণের উপর থাকা লজ্জাজনক নিষেধাজ্ঞা রহিত করতে পেরে আমি গর্বিত হয়েছিলাম, এবং আমি চীনের উইঘুর, বার্মার রোহিঙ্গা ও সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ সর্বত্র মানবাধিকারের পক্ষে দাঁড়াব।

গত রমজান থেকে আমরা যাদেরকে হারিয়েছি তাদের কথা স্মরণ করার পাশাপাশি আমরা আগামীর আনন্দময় উজ্জ্বলতর দিনের জন্য আশাবাদী। পবিত্র কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে “সৃষ্টিকর্তা বেহেশত ও পৃথিবীর আলো,” যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। যদিও আমাদের হোয়াইট হাউসে এ বছরের রমজানের উত্‌সব ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে, তবে জিল ও আমি প্রত্যাশা করছি আগামী বছর আমরা আবারো হোয়াইট হাউসে সশরীরে উপস্থিত হয়ে ঐহিত্যবাহীভাবে ঈদ উদযাপন করতে পারব, ইনশাআল্লাহ। আমরা আপনাদের পরিবারের জন্য একটি অনুপ্রেরণামূলক ও বরকতময় মাসের প্রার্থনা করছি।