যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি-র বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রী ও সরকারি শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক

১১ এপ্রিল ২০২১
মুখপাত্রের দপ্তর

প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধি জন কেরি বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশের প্র্রধানমন্ত্রী ও সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাত করতে গত ৯ এপ্রিল বাংলাদেশের ঢাকা সফর করেছেন। এ সময়ে তিনি বাংলাদেশে অবস্থিত উন্নয়ন অংশীদার এবং বিদেশী সরকারের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেছেন।

প্রেসিডেন্টের বিশেষ দূত কেরির আলোচনায় বিশ্বে জলবায়ুর অভিঘাতসহনশীলতা ও অভিযোজন ক্ষমতা এগিয়ে নিতে এবং গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ২৬ কে সামনে রেখে (জলবায়ুর পরিবর্তন) প্রশমনের উচ্চাকাঙ্খা বাড়াতে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা অন্যান্য দেশগুলো আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারার বিষয়গুলো প্রাধান্য পেয়েছিল।

তাঁর সফরকালে প্রেসিডেন্টের বিশেষ দূত কেরি ইউএসএআইডি-র অর্থায়নে সম্ভাবনাময় “বাংলাদেশ এডভান্সিং ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ থ্রু অ্যানার্জি” (ব্যাজ-BADGE) নামে ১৭ মিলিয়ন মার্কিন ডলারের একটি বহু-বছরভিত্তিক প্রকল্প চালু করার উপর আলোকপাত করেন। বহু-বছরভিত্তিক এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশী জনগণের কাছে সাশ্রয়ী ক্লিন অ্যানার্জির সম্প্রসারণ, ক্লিন অ্যানার্জির শিল্পোদ্যোগকে সহায়তা করা, স্বচ্ছ ও উন্নত জ্বালানী বাজার গড়ে তোলা এবং এ খাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার কাজ করা হবে। এছাড়াও প্রেসিডেন্টের বিশেষ দূত কেরি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ক্লাইমেট ভারনারেবল গ্রুপ এবং ভারনারেবল টুয়েন্টি (ভি২০) গ্রুপকে সহায়তা করার কথা পুনর্ব্যক্ত করেন।

সংবাদ বিষয়ক আরো তথ্য জানতে অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন: ClimateComms@state.gov