বিদেশী শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্টুডেন্ট প্রোগ্রাম ২০২২-২০২৩ ঘোষণা
আবেদনের শেষ তারিখ: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, বাংলাদেশ সময় বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার আনন্দের সাথে ঘোষণা করছে যে, বিদেশী শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম -এর জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। এই শিক্ষা কার্যক্রমের আওতায় স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনাখরচে যুক্তরাষ্ট্রে তাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পায়। এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য এবং সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন এবং এনজিও-তে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্য-পর্যায়ের কর্মকর্তাগণ রয়েছেন। নিম্নলিখিত বিষয়ে ডিগ্রি অর্জনের জন্য অনুদান প্রদান করা হবে:
- শিক্ষা: উচ্চশিক্ষা প্রশাসন / শিক্ষানীতি, পরিকল্পনা ও ব্যবস্থাপনা / পাঠ্যক্রম ও নির্দেশনা সংক্রান্ত সকল বিষয়
- স্বাস্থ্য ও চিকিত্সা বিজ্ঞান: চিকিত্সা বিজ্ঞান / জনস্বাস্থ্য
- জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান: জীববিদ্যা / রসায়ন / পদার্থবিজ্ঞান / ফার্মেসি
- সমাজবিজ্ঞান ও মানবিক শাখা:আন্তর্জাতিক সম্পর্ক / রাষ্ট্রবিজ্ঞান / সমাজবিদ্যা / ইতিহাস / সাহিত্য / ভাষা ও সংস্কৃতি
- ব্যবসায়:মানবসম্পদ ব্যবস্থাপনার উপর এমবিএ / আন্তর্জাতিক ব্যবসায় / পরিচালনা ব্যবস্থাপনা / স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা
- অর্থনীতি: আন্তর্জাতিক অর্থনীতি / বাণিজ্য ও সম্পদসংস্থান / অর্থনৈতিক নীতি / পরিবেশগত অর্থনীতি / প্রাকৃতিক সম্পদ বিষয়ক অর্থনীতি
- নগর পরিকল্পনা: সাধারণ পরিকল্পনা / ভূমির ব্যবহার ও পরিবেশগত পরিকল্পনা / পরিবহন ব্যবস্থা / নগর পরিকল্পনা / কমিউনিটি উন্নয়ন
- পরিবেশগত অধ্যয়ন (পরিবেশ বিদ্যা) ও দুর্যোগ ব্যবস্থাপনা
- জনপ্রশাসন / জননীতি (পাবলিক পলিসি)
- মনোবিজ্ঞান — ক্লিনিক্যাল / কাউন্সেলিং
- নিরাপত্তা অধ্যয়ন (নিরাপত্তা বিষয়ক বিদ্যা)
এই ফেলোশিপের আওতায় আর্থিক এবং অ-আর্থিক সুবিধাদির মধ্যে রয়েছে: জে-১ ভিসার জন্য সহায়তা; ঢাকায় যাত্রা-পূর্ব পরিচিতিমূলক অনুষ্ঠান; যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার বিমানভাড়া; টিউশন ও শিক্ষা-সংশ্লিষ্ট খরচ; থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক বৃত্তি; বই-পত্র কেনার জন্য ভাতা; স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা, ভ্রমণ ও ব্যাগেজ ভাতা।
যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:
- বাংলাদেশের স্বীকৃত সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
- পূর্বে কোন আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি। কিংবা বর্তমানে আমেরিকায় কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি নন।
- বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ থেকে পূর্বে স্নাতকোত্তর ডিগ্রি নেননি। (তবে যারা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তারা যোগ্য বলে বিবেচিত হবেন।)
- যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক সেই বিষয়ের সাথে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। ইন্টারনেটভিত্তিক (আইবিটি) টোফেলে (TOEFL) ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএস (IELTS)-এ ন্যূনতম ৭ (সাত) স্কোর থাকতে হবে।
- সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
- আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিক হতে হবে।
- ডিগ্রি শেষ করার আগেই বাংলাদেশে (বাড়িতে) ফিরে এলে ফিরতি বিমানের টিকেটের মূল্য ফেরত দিতে সম্মত থাকতে হবে।
আবেদন প্যাকেজ (আবেদনের সাথে যা যা থাকতে হবে)
১. অনলাইনে পূরণকৃত আবেদন ফরম, যা এখানে পাওয়া যাবে: https://apply.iie.org/ffsp2022.
২. উচ্চমাধ্যমিক শিক্ষা পরবর্তী-সময়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে (স্নাতক ও স্নাতকোত্তর) একাডেমিক ট্রান্সক্রিপ্ট (শিক্ষা প্রতিলিপি) ও সনদপত্র।
৩. তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র (Letters of Reference) আপলোড/উপস্থাপন করবেন (সম্ভাব্য প্রার্থীরা অবশ্যই অনলাইন আবেদন সাইটে “Recommender Registration” বাটনের মাধ্যমে নিজ নিজ সুপারিশকারীদের নিবন্ধন করবেন)।
৪. একাডেমিক রেকর্ড বিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)
৫. টোফেল (TOEFL) / আইইএলটিএস (IELTS) এর বৈধ স্কোর (যে স্কোর মেয়াদোত্তীর্ণ হয়নি)।
অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনি কোন ধরনের অসুবিধায় পড়লে অনুগ্রহপূর্বক প্রোগ্রাম ম্যানেজার মিজ রায়হানা সুলতানা-র সাথে sultanar1@state.gov ইমেইল ঠিকানায় যোগাযোগ করুন।
যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই (GRE) কিংবা জিম্যাট (GMAT) স্কোর থাকাও আবশ্যক। যদি কোন আবেদনকারী ইতোমধ্যে জিআরই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাদেরকে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর সংক্রান্ত তথ্য অনলাইন আবেদনের সাথে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় কারো এই ধরনের (জিআরই বা জিম্যাট) স্কোর না থাকলে আমেরিকান সেন্টার শুধু প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জন্য পরীক্ষার আয়োজন করতে পারে। ভর্তির জন্য TOEFL এবং GRE বা GMAT স্কোর থাকা জরুরি বিধায় সম্ভাব্য প্রার্থীদের অবশ্যই ভালোভাবে এই সকল পরীক্ষার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে।
প্রার্থীদের অবশ্যই আবেদন করার সকল নির্দেশনা ও আবেদনপত্র জমা দেওয়ার সকল নির্দেশিকা অনুসরণ করতে হবে। কোন আবেদনকারীর আবেদন করার যোগ্যতা পূরণ না হলে সেই আবেদনপত্র বাছাই কমিটিতে পাঠানো হবে না। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাত্কারের জন্য ডাকা হবে এবং সাক্ষাত্কার ইংরেজিতে হবে। আবেদনের ফরমগুলো এখানে পাওয়া যাবে: https://apply.iie.org/ffsp2022।
মনে রাখবেন, অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ মঙ্গলবার, 15 জুন, ২০২১ । বিগত বছরে আবেদন করেছিলেন কিন্তু কৃতকার্য হননি এমন প্রার্থীরাও এবছর পুনরায় আবেদন করতে পারবেন। এবং সকল আবেদনকারীকে একথা মনে রাখতে হবে যে, এটি একটি বৈশ্বিক প্রতিযোগিতা এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কঠোর বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়। চূড়ান্ত পর্যায়ের প্রার্থীদের নির্বাচিত হওয়ার বিষয়টি ২০২১ সালের জুলাই মাসের শেষ নাগাদ জানানো হবে। যুক্তরাষ্ট্রে এই কার্যক্রমটি শুরু হবে ২০২২ সালের আগস্ট মাসে।
* বাংলাদেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে পরীক্ষার কেন্দ্রগুলি বন্ধ থাকায় আবেদনকারীদের আবেদনের সময় কোনও বৈধ টোফেল বা আইইএলটিএস স্কোর ছাড়াই প্রোগ্রাম এডমিনিস্ট্রেটরা আবেদন জমা নেওয়ার সিধান্ত নিয়েছেন। পরীক্ষার কেন্দ্রগুলি উন্মুক্ত হওয়ার সাথে সাথে পরীক্ষার্থীরা পরীক্ষার নিবন্ধন করুন এবং টোফেল বা আইইএলটিএস পরীক্ষার রেজাল্ট Sultanar1@state.gov এই ঠিকানায় ইমেল করার জন্য আমরা দৃঢ়ভাবে উৎসাহিত করছি।
কার্যক্রম সম্পর্কে আরো তথ্যের জন্য প্রোগ্রাম ম্যানেজার মিজ রায়হানা সুলতানা-এর সাথে ০২-৫৫৬৬-২৮১৬ নম্বরে কিংবা sultanar1@state.gov ইমেইল ঠিকানায় যোগাযোগ করুন।