বাংলাদেশের সু্বর্ণ জয়ন্তী ও বাংলা নববর্ষ উপলক্ষে দূতাবাস ও দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান রোবোল্যাব বাংলাদেশী নারী ও মেয়েদেরকে স্টেম বিষয়ক শিক্ষা ও পেশা গ্রহণে উদ্বুদ্ধ করতে স্টেম (STEM) বিষয়ে একটি প্রতিযোগিতা ও শিক্ষা পরামর্শ সভার আয়োজন করে।
ঢাকা, ১৮ এপ্রিল ২০২১ – ডেপুটি চিফ অফ মিশন জোয়েন ওয়াগনার নারী ও মেয়েদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বা স্টেম (STEM) ক্ষেত্রে শিক্ষা ও পেশা গ্রহণে উদ্বুদ্ধ করতে “স্টেম অলিম্পিয়াড ফর গার্লস ২০২১” শীর্ষক একটি প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান উদ্বোধনের জন্য দেশীয় স্টেম শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে যোগ দেন। দূতাবাসের জন-সংযোগ বিভাগ ও রোবোল্যাব’র অংশীদারিত্বে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে মোট আটটি বিভাগের মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও স্নাতক পর্যায়ের ২০০’রও বেশি শিক্ষার্থী স্টেম চ্যালেঞ্জ ও কুইজ সম্পন্ন করেছে, বাংলাদেশী নারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের পরামর্শ নিতে আলোচনায় অংশগ্রহণ করেছে এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাদের সাফল্য উদযাপন করেছে।
অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি চিফ অফ মিশন ওয়াগনার অংশগ্রহণকারীদেরকে স্টেম ক্ষেত্রে পেশা গ্রহণে ও যুক্তরাষ্ট্রে অধ্যয়নে উদ্বুদ্ধ করে বলেন, “বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী স্টেম ক্ষেত্রে নারীরা অসাধারণ অবদান রেখেছেন ও রাখবেন। আপনি যদি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত ক্ষেত্রে যুক্ত থাকেন, তাহলে এই বিশ্বের দরকার আপনাকেই।”
“মেয়েদের স্টেম অলিম্পিয়াড ২০২১” প্রকল্পটি বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর বছরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন ও শিক্ষা সংযোগ জোরদারকরণ, প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, বাংলাদেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং মুক্ত ও অবারিত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠনে অবদান রাখতে নারী ও মেয়েদের জন্য সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস কর্তৃক গৃহীত বহু উদ্যোগের অন্যতম।
রোবোল্যাব হলো দূতাবাসের পক্ষে এই প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। রোবোল্যাব ঢাকা-ভিত্তিক একটি লাভজনক শিক্ষা প্রতিষ্ঠান যারা রোবোটিক্স ও কম্পিউটার প্রোগ্রামিংসহ বয়স-উপযোগী স্টেমভিত্তিক শিক্ষাদানের মাধ্যমে শিশু ও সদ্য তরুণদের মধ্যে সমস্যা সমাধান, বিশ্লেষণী চিন্তা ও যৌক্তিক বিশ্লেষণী দক্ষতা বিকাশে সহায়তা দিয়ে থাকে।
যুক্তরাষ্ট্রের বিশ্বসেরা গবেষণা প্রতিষ্ঠানে স্টেম (STEM- বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ে অধ্যয়ন বা গবেষণা পরিচালনা অথবা যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে বিনিময় কার্যক্রমে অংশগ্রহণের আবেদন সংক্রান্ত বিষয়ে আরো তথ্যের জন্য আমাদের এডুকেশন–ইউএসএ’র ওয়েবপেইজ, ফেসবুক পেইজ, স্টেম শিক্ষা বিষয়ক সাম্প্রতিক কার্যক্রম এবং দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেইজ দেখুন:
https://bd.usembassy.gov/education-culture/educationusa/
https://www.facebook.com/EdUSABangladesh
https://www.facebook.com/385418254996075/videos/1824254674404718
https://bd.usembassy.gov/education-culture/
https://www.facebook.com/bangladesh.usembassy/
###