আইনের শাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের ভিত্তি এবং সকলের অধিকার।
ঢাকা, জুন ১০, ২০২২ — আইনের শাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের ভিত্তি এবং সকলের অধিকার।
ভোট দিতে ভোটকেন্দ্রে যাওয়াই হোক, দুর্নীতি প্রকাশ করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবব্ধ করা বা একটি সাধারণ উদ্দেশ্যকে ঘিরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করা – সাধারণ মানুষ ও বেসরকারি সংস্থাগুলো সর্বত্রই প্রাণ নিয়ে আসে এবং সর্বদাই গণতন্ত্রের মূল নীতিগুলোকে রক্ষা করে। নাগরিকদের সমালোচনামূলক ভূমিকা এবং বহুত্ববাদী সুশীল সমাজকে নিয়ে এমন প্রত্যয়ই ইউএন ডিক্লারেশন অন হিউম্যান রাইটস ডিফেন্ডার্সের নেপথ্য প্রেরণা। ১৯৯৮ সালে সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতভাবে গৃহীত ঘোষণায় বলা হয়েছে যে “প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে এবং অন্যদের সঙ্গে মিলে, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষা দেওয়া এবং তা আদায়ের জন্য প্রচার ও প্রচেষ্টা চালানোর অধিকার রয়েছে।” প্রতিশোধের ভয় ছাড়াই মানবাধিকার প্রচারের স্বাধীনতা থাকতে হবে প্রতিটি দেশের জনগণের।
প্রেসিডেন্ট বাইডেন যেমন বলেছেন, “কোনো গণতন্ত্র নিখুঁত নয় এবং কোনো গণতন্ত্রই একেবারে চূড়ান্ত নয়। প্রতিটি অর্জন, প্রতিটি বাধা ভাঙা হচ্ছে দৃঢ়প্রতিজ্ঞ, অবিরাম পরিশ্রমের ফল।”