MEDIA NOTE
Ambassador Miller to Lead Bangladeshi Business Delegation to Indo-Pacific Business Forum
Participants will discuss expanding business opportunities in the Indo-Pacific region, trade facilitation, infrastructure development, financing, transparency, and energy sustainability.
DHAKA, November 02, 2019 – U.S. Ambassador to Bangladesh Earl R Miller will lead a delegation of Bangladeshi business and industry leaders to the Indo-Pacific Business Forum (IPBF) on November 4, 2019, in Bangkok, Thailand. This premier U.S.-sponsored business event highlights the benefits of partnering with the dynamic U.S. private sector and the importance of high standard development, transparency, and the rule of law.
The United States remains the largest source of foreign direct investment in the Indo-Pacific region. Ambassador Miller will highlight opportunities for increasing trade and investment between the United States and Bangladesh, with an emphasis on the most pertinent challenges to growth in the digital economy, energy, and infrastructure development.
For further information, please visit the Indo-Pacific Business Forum website at: https://www.indopacificbusinessforum.com/
=======================
ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রদূত আর্ল আর মিলার
ফোরামে অংশগ্রহণকারীরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণ, বাণিজ্য সহজীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, অর্থায়ন, স্বচ্ছতা ও জ্বালানি নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন
ঢাকা, নভেম্বর ০২ , ২০১৯- বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার থাইল্যান্ডের ব্যাংককে ৪ নভেম্বর অনুষ্ঠেয় ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে (আইপিবিএফ) বাংলাদেশে ব্যবসা ও শিল্পখাতের নেতাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের গতিশীল বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার উপকারিতা এবং উঁচু মানের উন্নয়ন, স্বচ্ছতা ও আইনের শাসনের গুরুত্বকে জোরালোভাবে তুলে ধরবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের বৃহত্তম উৎস। রাষ্ট্রদূত মিলার ফোরামে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগগুলো তুলে ধরবেন। ডিজিটাল অর্থনীতি, জ্বালানি ও অবকাঠামোগত উন্নয়নের প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক চ্যালেঞ্জগুলোর ওপর জোর দেবেন তিনি।
এ বিষয়ে আরও তথ্যের জন্য ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরাম এর ওয়েবসাইট দেখুন:
https://www.indopacificbusinessforum.com/
=======================